07-02-2021, 06:24 PM
(06-02-2021, 10:30 PM)pinuram Wrote: উফফফফ পাপী তাপি মন কত কিছুই না ভেবে বসেছিল! তবে যাই হোক, শেষ পর্যন্ত দুইজনের গোপন কথা বুকের মধ্যে থেকে বেড়িয়ে যাওয়ার পরে বেশ ভালো লাগছে! আসলে প্রেমের মধ্যে এহেন লুকোচুরি থাকলে ভবিষ্যতে অনেক অসুবিধায় পড়তে হয়! আগে থেকেই সেই বিষয়ে একদম পরিস্কার থাকা ভালো ! বেশ ভালো লাগলো ওই দুটি নুড়ি পাথর শেষ পর্যন্ত সাগর জলে স্নান করতে পেরেছে !!!!!!
হা হা, তুমি আর সায়রাদি কতো কিছু ভেবে রেখেছিলে! বিশেষ করে সায়রাদির বহুমুখী সম্ভাবনা দেখে ভীষণ মজা পেয়েছিলাম !

"প্রেমের মধ্যে এহেন লুকোচুরি থাকলে ভবিষ্যতে অনেক অসুবিধায় পড়তে হয়! আগে থেকেই সেই বিষয়ে একদম পরিস্কার থাকা ভালো " - এইটাই আমার অন্যতম মূল বক্তব্য, স্বামী-স্ত্রীর বা প্রেমিক-প্রেমিকার মধ্যে কোনো কিছু গোপন করতে নেই। বিশেষ করে এমন কোনো কথা লুকিয়ে রাখতে নেই যা পরবর্তী কালে সমস্যার সৃষ্টি করতে পারে, আর থাকা চাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস আসে অনেক দেরিতে, কিন্তু যায় এক মুহূর্তে। তনিমা ওই সিঁড়ির মুখে দাঁড়িয়ে সব কথা শুনেই কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারতো ভুল বুঝে, কিন্তু নেয় নি- কারণ ওই বিশ্বাস নামক বস্তুটি আছে বলে

