07-02-2021, 09:56 AM
(06-02-2021, 11:21 PM)pinuram Wrote:
![]()
![]()
চলবে চলবে ! পোড়া যন্ত্রণায় পুড়েই খাঁটি সোনার মতন হয়ে ওঠে এই হৃদয়! ডানা মেলে ঘরে ফেরা পাখির মতন কেন? ডানা মেলে বলাকার মতন এই নীল আকাশে বিচরন করার সময় এসেছে যদি বলি, তাতে কি খারাপ কিছু হবে? হয় হোক, আর বাড়ি নয়, পাড়ি দেওয়া যাক ওই দুর দিগন্তের পানে !!!!!!
পিনুদা আমি সত্যি ই অভিভূতা।
আমার এই সামান্য কমেন্টস টা আপনার মত মানুষ এর ও ভাল লেগেছে, তাই তো বলতে পারলেন যে...... পাড়ি দেওয়া যাক ওই দূর দিগন্তের পানে।
তবে না হয় তাই ই হোক।
হে হংস বলাকা মেলে দাও তব ওই শ্বেতশুভ্র পাখনা, আদি অন্তহীন গন্তব্যে।
না হয় মেঘবালিকার মেঘপালকে ভেসেই যাওয়া যাক।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।