06-02-2021, 11:15 PM
(06-02-2021, 11:03 PM)black_shadow Wrote: রোজ তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি আদি আর তিতলীকে দেখার জন্যে, একদম অভ্যাস হয়ে গেছে ওরা দুইজন
কত মানুষ কত কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বিনিদ্র রজনী যাপন করে! তা হটাত এই আদি আর তিতলির অপেক্ষা কি এই মুহূর্তের জন্য নাকি আগে থেকেও ছিল? তীব্র আকাঙ্ক্ষা কিসের জন্য? বুকে রক্তে কেন হিল্লোল বয়ে চলেছে? দুষ্টু আঙ্গুল গুলো কি আর সেই মিষ্টি কথা বলে না ( অন্য কিছু যেন ভেবে বসবেন না, আসলে আপনার দেখা খুব কম পাই তাই জিজ্ঞেস করলাম! উত্তর টাইপ করতে আঙ্গুলের দরকার পরে তাই আঙ্গুলের কথা উঠল কিন্তু! ) বহু দিন পরেই দেখা পেলাম, তাই সই! আপনি সেই ছায়া মূর্তির মতন মায়াবিনী, দেখা যায় কিন্তু অধরা এক কামিনী !!!!!!