06-02-2021, 10:53 PM
(06-02-2021, 04:52 PM)bourses Wrote: এ বাবা... এখনই সব ঝরিয়ে ফেললে পরে কম পড়ে যাবে না তো? অবস্য এ সহজে শেষ হবার নয় জানি... যতই করিবে দান, তত যাবে বেড়ে... ব্যাপারটা সেই রকমই আর কি...
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ... এখনও সেই ভাবে চন্দ্রকান্তা সামনেই এলো না, তাতেও তার উপরে হিংসা হচ্ছে? এটা কি ভালো হচ্ছে? সে জানতে পারলে আমায় জিজ্ঞাসা করলে কি জবাব দেবো বলুন তো?... বরং পরবর্তি আপডেটে যে আসছে তাকে আগে ভালো করে দেখার অনুরোধ রইল...
আরে মশাই আমাদের যে ঝরে যাওয়া তে ই স্বর্গীয় আনন্দানুভূতি। তাই তার অমোঘ আর্কষন কে কি ভাবে ফেরাই বলুন তো? আর হ্যাঁ এটাও ঠিক বলেছেন এর স্টক অফুরান, তাই তো এমনি এমনি ঝরতে পারি আমরা।
আর চন্দ্রকান্তা র সাথে কথা হলে বলবেন যে আমি শুধু তাকে হিংসা করি না, হয়তো আরও বেশি কিছু।
আর এই আরও বেশি কিছু র অপেক্ষা তেই তো আছি, আপনার লেখনীর জাদুময় ছোঁয়া তে তাকে জানার।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।