06-02-2021, 09:32 PM
(06-02-2021, 03:33 PM)Mr Fantastic Wrote: উফফ ভীষণ কামোত্তেজক পর্ব ! প্রেমিকার হাত থেকে খাওয়া আর নিজের হাতে তাকেও খাইয়ে দেওয়ার মধ্যে খুব নির্মল প্রেমানুভূতি আছে, এতে খাবারের স্বাদ যেন শতগুনে বেড়ে যায় আর উপরি পাওনা প্রেমিকার চাঁপাকলির মতো আঙুল তবে এতো কামোদ্দীপনা সৃষ্টি করে এমন জায়গায় এসে ব্রেক মেরে দেওয়া একদম ঠিক হয়নি ! পাঠকদের এভাবে খেলিয়ে কষ্ট দিতে নেই !
বলো বলো, একটু মুখ ফুটে বলো, তোমার ও এই অভিজ্ঞতা হয়েছে, সত্যি কি না! এইসব প্রেমময় মুহূর্ত গুলো ভীষণ অমুল্য, খাবারের স্বাদ শতগুন বেড়ে যায়! তখন কি আর কোথায় থামলাম আর কোথায় কি শুরু করলাম, সেটা দেখা যায় নাকি? কোথায় ব্রেক কোথায় স্পিড তখন আর মাথার মধ্যে কিছুই থাকে না! আচ্ছা তুমি বল, হাতে আঁকা নিজের হাতে তৈরি করা একটা কার্ড, তার মুল্য কি আর তুমি আর.বি.আই ব্যাঙ্কের ছাপানো কাগজের টাকা দিয়ে মুল্যায়ন করতে পারবে? একদম পারবে না, তাই না! তাই একটু এই প্রেয়সীর হাতে প্রথমবার রান্না করা মাংসের স্বাদ উপভোগ করতে দাও, বাকি প্রেমের জন্য প্রচুর সময় পরে আছে, ঠিক কি না ! বুকে হাত দিয়ে উত্তরটা দিও, দেখবে কেমন সত্যি কথা বেড়িয়ে আসবে ! আর সেই কার্ডের ছবিটা, আহা... ভাবছি গল্পে নিয়ে আসব এই ব্যাপারটা কোন এক মুহূর্তে !!!!!!!
তার জন্য রইল অনেক অনেক !!!!!!!