06-02-2021, 09:24 PM
(06-02-2021, 09:18 PM)Baban Wrote: আহা... এই সপ্তম আকাশে উঠতে তো টাকা খরচ বা প্রাণের ভয় নেই. চোখ বুজে কল্পনা করো.
আর লালমোহন বাবুর কথাটা ভুলে গেলে? সে বলেছে - কল্পনার জোর থাকলে প্লেন কেন? মানুষ রকেটে করে চাঁদেও ঘুরে আসতে পারে. এখানে ওই শুকিয়ে যাবার চিন্তাই নেই.
আর তুমি তো দেখছি আলাদা জিনিস গুরু. একবার রিশু আর ঝিনুকের বেডরুমে ক্যামেরা লাগাচ্ছ... আবার এদিকে আদি আর তিতলির ঘরের জানলার বাইরে লুকিয়ে সব শুনছো.. আর আবার আমায় বলছো কেন এসব বললাম.
এবারে তো দেখছি মূর্তিটা সত্যিই পাঠিয়ে দিতে হবে তোমার ঠিকানায়...... তারপর anaconda আর বাঘিনীর লড়াই হবে আর আমরা লাইভ রিলে শুনবো
শেষের লাইনটা একঘর দিয়েছ, এটা নিয়েই কিছু একটা ভাবতে হবে, ওই মূর্তি, একদিকে পিনুরাম অন্যদিকে বাবান আর মধ্যি খানে মোহিনী ! তুমি পার্সেল কর ওই মূর্তি তাড়াতাড়ি !!!!!!