06-02-2021, 09:21 PM
(06-02-2021, 10:41 AM)Tiyasha Sen Wrote: দুস্টু মিষ্টি আপডেট!!! খুব সুন্দর!
কিন্তু এমন জায়গায় কেউ থামে!! সারাক্ষণ মাথায় এটাই ঘুরতে থাকবে এবার।
আচ্ছা, সত্যি বলো, এই যে সারাক্ষন মাথার মধ্যে ঘুরবে সেটা বেশি মধুর নাকি সব একসাথে দিয়ে ঝড়ে যাবে সেটা বেশি ভালো? এই যে আসছে, সেটা তুমি ভাববে, কি ভাবে আদি তিতলিকে প্রেম করবে, সেটা তুমি মানসচক্ষে একটা কল্পনার জাল বুনবে তাতে তোমার বুকের রক্তে হিল্লোল উঠবে তুমি সারাদিন সেই হিল্লোল নিয়েই পরে থাকবে তাই না! যদি একবারে সম্পূর্ণ বর্ণনা দিয়ে দিতাম তাহলে সেই মধুর স্বপ্ন ক্ষণস্থায়ী হত! বড় জোর একবার কি দুইবার পড়তে তারপরে আর পড়তে না ভাবতেও না সেই মধুর প্রেমের ব্যাপারে! তাই এটা স্বপ্নের মধ্যে কয়েকটা দিন বিচরন করতে দাও, তাতে তোমার হৃদয়ে কি ধরনের হিল্লোল তুলে কি কি নরম করল কি কি শক্ত করল কি কি ভিজল সেটাও জানতে পারা যাবে !!!!!!