06-02-2021, 01:31 PM
(This post was last modified: 06-02-2021, 01:33 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-02-2021, 07:54 AM)Mr Fantastic Wrote: হেঁ হেঁ হেঁ, রহস্যের গন্ধটা একটু থাক ! পাঠক-পাঠিকাদের একটু সাসপেন্সে খেলাই! না আসলে তা নয়, ভেবেছিলাম পুরোটা শেষ করে একেবারে পোষ্ট করবো। কিন্তু গল্পটা একটু বড়ো হয়ে যাচ্ছে তাই দুই পর্বে সমাপ্ত করবো
! ট্রেনের ভেতর তনিমাকে দেখেই কুপোকাত ? সমুদ্র স্নানের সময় কিছু হয় নি ?
![]()
সত্যি বলতে সাগর জলের সাগর কন্যে তনিমাকে দেখে তেমন কিছুই মনে হয়নি, তার কারণ গুগুল বাবার সাহায্যে লক্ষ লক্ষ সাগর কন্যের ছবি দেখা যায় ইন্টারনেটে কিন্তু যেটা ইন্টারনেটে পাওয়া যায় না শুধু এই তোমার নিপুণ হাত ধরে উঠে আসা তনিমার মধ্যে পাওয়া যায় সেটা হল ওই ট্রেনে বসে মিষ্টি কথা গুলো, "না তুমি পাগলামি করবে না কিন্তু, দামী হোটেলের একদম দরকার নেই" রূপসীর এই বিচক্ষন সুলভ ব্যাকিত্ত্ব, সেই বর্ণনা সচারাচর পাওয়া যায় না! তাই আমি ট্রেনের তনিমাকে দেখে কুপোকাত, সেই তনিমা অনন্যা সুন্দরী! সাগর জলের তনিমা ভুরিভুরি এই জগতে! আর সেই খানে তোমার জয় জয় কার !!!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)