05-02-2021, 08:59 PM
(28-01-2021, 04:10 PM)a-man Wrote: গল্পটা পড়ার পরে আমার যে কি অবস্থা হয়েছিল তা বলে বুঝানো কিছুটা দুস্কর, যার কিছুটা এখনো মাথার ভেতরে ঘুরপাক খায়. আসলেই সমাজের নিষ্ঠূর নিয়মকানুনের ভিড়ে ভালোবাসা তুচ্ছ যা পরিপূর্ণতা হয়তোবা সবসময় পায়না, যেমনটা অভি আর পরীর ক্ষেত্রে হলো.
গল্পটা পড়ার পর পিনুরাম দাদার উপরে হয়েছিল প্রচন্ড ক্ষোভ যে কেন দুই ভালোবাসার পাখিকে এভাবে আলাদা করে দিলো, কিন্তু পরবর্তীতে মনে হল যে না উনি ঠিক কাজটাই করেছেন কারণ এই সমাজের লোকভয়ের কাছে আমরা সকলে অনেক ক্ষেত্রেই ঠেকা.
কেন যেন নিজে কখনো প্রেমে পড়িনি, কেউ আসেওনি জীবনে. তাই এই ভালোবাসার রাজপ্রাসাদ গল্প পড়ে একবার মনে হল যে সেইতো ভালো আছি আমি একা একা নাহলে হয়তোবা পরিণতিটা এই গল্পের শেষটার মত হতে পারতো জীবনে.
এই গল্পের শেষটার কথা যখনি মনে পড়ে তখনি আমি কিছু বিরহ যন্ত্রণার গান শুনি বিশেষ করে এইটা https://www.youtube.com/watch?v=Q2d4JTHoegU
মনে হয় এই "ভালোবাসার রাজপ্রাসাদ" যদি কখনো বড় পর্দায় আসে তাহলে অবশ্যই এই গানটা কাহিনীর শেষে ব্যাকগ্রাউন্ডে রাখা উচিত যখন অভি অনেক বছর পর পরীকে এয়ারপোর্টে দেখে.