03-02-2021, 07:32 PM
(03-02-2021, 10:49 AM)Prasenjit Wrote: প্রেমময় আপডেট দাদা। পরে হৃদয় জুরিয়ে গেল। আর অসম্ভব সুন্দর ভাবে দুষ্টু মিষ্টি প্রেমের বর্ননা করেছেন। আপনার জন্য ভালোবাসা রইল দাদা ❤ । আর আপেক্ষায় রইলাম মিস্টার ঘোষ আর মিসেস ঘোষের মাংস রান্নাটা কেমন হল জানার জন্য।
খাসির মাংস আর কেমন হবে, এতে বিশেষ ভিন্নতা আনতে সক্ষম নই! কারণ তিতলি আনকোরা রাঁধুনি, নতুন হাতের রান্না তাই যা পেরেছে তাই রান্না করেছে! "শেষের পাতায় শুরু" গল্পে চায়ের রেসিপি ছিল কারণ ওখানে আম্বালিকা রিশুকে ওই চা রান্না করা শিখিয়ে দিয়েছিল, এখানে তিতলিকে কে রান্না করা শিখিয়েছে সেটা অবশ্য জানা নেই! তবে আশা করা যায় মায়ের কাছ থেকেই শিখেছে মাংস রান্না করা !!!!!