03-02-2021, 07:25 PM
(02-02-2021, 10:22 PM)sorbobhuk Wrote: সমস্যা নিয়েই তো জীবন। আপনি যখন সময় পাবেন তখনই আপডেট দিবেন
হ্যাঁ তা বটে, জীবন সরল রেখায় চললে ভালো লাগে না, তখন মনে হয় যেন সব স্থির হয়ে গেল! তবে সেই ছোট বেলা থেকে জীবনে এত ঝড় দেখেছি এখন আর মাথা কাজ করে না !!!!!!
(02-02-2021, 10:42 PM)sorbobhuk Wrote: খুব সুন্দর হয়েছে ভাই। মিসেস ঘোষ তাহলে ছোট ফ্ল্যাট টাকে সাজিয়ে তুলেছে নিজের হাতে। এখন শুধু বিছানা বাকি আছে দখল করার। ওটাও আর বেশি দিন লাগবে না দখল হতে। আর দুজনে মিলে কেমন রান্না করে সেটা দেখার খুবই জরুরী
এই সেরেছে, বিছানা তো অনেক আগেই দখল হয়ে গেছে! এই পর্বের প্রথম আপডেট পড়ুন, আদির বাড়িতে এসে ওর বিছানার চাদর বদলানোর ব্যাপারটা! তখনই বিছানা বেদখল হয়ে গেছে! আর বাকি যার কথা বলছেন সেটাও হয়ত একদিন হয়ে যাবে !!!!!!