03-02-2021, 04:30 PM
(03-02-2021, 03:48 PM)sairaali111 Wrote:''...সামনের ফাগুনে দুকুড়ি হতি এখনো দু'বছর বাকী...'' - শুনে প্রবল ভাল লাগায় আচ্ছন্ন হয়েছিলাম । আসলে , বয়সের হিসেবে ''ময়না''র সাথে সমতা-বোধে । আর, এই বয়সটিতেই মেয়েরা অবস্থান করে - শীর্ষকামে । - মাসাল্লাহ্ - দু'লাইন পরেই প্রকৃত বয়সটি জানা হয়ে গেল - আঠারো । হয়েছে আসলে অঙ্কের গরমিল । ডিজিট্যাল-সময়ে যা' নিতান্তই স্বাভাবিক । দু'কুড়ি মানে চল্লিশ । তার থেকে দুই বাদ গেলে হয় - আটত্রিশ । গনগনে হয়ে-থাকার বয়স এটি । অভিজ্ঞতায় জারিত হয়ে হয়ে তখন পুরনো মদ বা নানীর হাতের কামরাঙার আচার । - কিন্তু, পুরুষদের অধিকাংশের কাছেই কাঙ্খিত বয়সের মেয়ে - অষ্টাদশী , আর , তার সম্পদের পরিমাপ - মিনিমাম ৩৬ডি । বাঙালীর এই রোগের নাম - ''কদুমাইটিস''। ... - তবে , শেষত যা' থাকে তা' ওই ''অঙ্ক''-ই । অঙ্কের সাথে অঙ্ক মিলে গেলে তখন পাটিগণিতের শুভঙ্করীর হিসেব আর কষে কে ? - তখন, তখন সবটুকুই শু ভ ঙ্ক র । - হয়তো - ভয়ংকর-ও । - সালাম ।
এটাই ঘটেছে... মানে আমি অঙ্কের কথাই বলছি আর কি... ওই যে... আঠারো আর আটত্রিশ... দুটোই লোভনীয় কি না... কিন্তু একটা যতটা না অভিজ্ঞতার রসে টইটুম্বর অপরটি নবীনতার ছোঁয়ায় আকর্ষনীয়া... কিন্তু সর্বশেষে দুটোরই সারবর্তা একই... সেই অঙ্ক... যে অঙ্ক মাথা ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে... পুরুষের পায়ের ফাঁকে শিহরণ এনে দেয়... সেটাই আর কি... পরিশেষে...