03-02-2021, 03:10 PM 
		
	
	(02-02-2021, 05:22 PM)sairaali111 Wrote:'' 'মগের মুলুক' - যা খুশি তা-ই. . . '' - অতীতচারী হবার দরকারটা কি ? হাতের কাছেই তো রয়েছে নজির । ভিভিয়ান রিচার্ডস , ইনামুর রহমান, মার্টিনা নাভ্রাতিলোভা, দিয়েগো মারাদোনা ... এঁরা তো ব্যাপরটাকে করে তুলেছিলেন ' মগের মুলুক '-ই । বিপক্ষকে নিয়ে যা' খুশি তা-ই ..... এহো বাহ্য - আর একটি হাতে-গরম উদাহরণ - হ্যাঁ জনাব , আ প নি । লেখার সাম্রাজ্যটিকে তো বানিয়ে ছাড়লেন 'মগের মুলুক'-ই । অনায়াস ঔদ্ধত্যে ছয় চারের বন্যা , শৈল্পিক ড্রিবলিঙে খড়কুটোর মতো ছিটকে দেয়া - না, বিপক্ষকে নয় - বরং, আত্মপক্ষীয় পাঠককূলকে । এই ধ্যানচাঁদীয় ব্যাপার-স্যাপারও যদি না হয় তবে ''মগের মুলুক'' আর বলবো কাকে ? - আপনার এই মুলুকেরই সুলুক সন্ধানী হয়ে থাকতে চাইছে চাতক-পাঠককূল । - এবং - উটকো পাঠিকা-ও । - সালাম ।
এই 'যা খুশি তাই' কথাটা দুই অর্থে ব্যবহার করা যায়... এক... তুমি যেমন খুশিই করো না কেন, তাতেই আমাদের ভালো লাগে... আর দ্বিতীয়তঃ, ভেবেছটা কি? যা খুশি তাইই করবে? তাই-ই মেনে নিতে হবে নাই আমাদের?... এখন সেখানে যখন যে রথি-মহারথিদের নামোচ্চারণ করে ফেললেন, তাতে প্রথমটাই না হয় ধরে এগোলাম... আর সত্যিই বলতে কি আমি আপনার থ্রেডে গিয়ে উঁকি মেরেছিলাম, বেশ কয়একটা পর্বও পড়েছি... (রাগ করবেন না... কাজ সামলে, নিজের গল্প লিখে বেশি সময় বের করতে পারি না অন্য গল্প সব সময় পড়ার)... তাতে একটা জিনিষ বুঝলাম, আমরা, মানে পুরুষেরা যতই নিজেদের যৌনকলায় সর্বজ্ঞ মনে করি না কেন... আপনাদের কাছে, মানে নারীজাতির থেকে অ-নে-এ-এ-এ-ক কিছু শিখতে হবে... আপনাদের মনস্তত্ব বোঝার শক্তি যদিও মুনি ঋষিদেরও ছিল না, আমরা তো কোন ছাড়... তাও... আর সেই কারণেই যখন লিখতে বসি, এই ধরণের যৌন সাহিত্যমূলক লেখা... তখন, সত্যিই বলছি... বাড়িয়ে নয় এতটুকুও... বেশ টেনশনে থাকি... কতটা ওই সত্যিই মগের মুলুক সৃষ্টি করে তুলতে পারছি ভেবে... শেষে না মগ হাতে নিয়ে দাঁড়াতে হয় আপনাদের সামনে সব কিছু ঘেঁটে 'ঘ' করে এলে... তবে যদি আমার এই মুলুকের সুলুক সন্ধানী হয়ে থাকেন, তাহলে কথা দিচ্ছি, আপ্রাণ চেষ্টা করবো আপনাদের মত পাঠক আর একেবারে উটকো নয় পাঠিকাদের মনমত পর্ব উপস্থাপনার...

 
 

 

![[Image: 281136791_bourses-signature-2.png]](https://img71.pixhost.to/images/105/281136791_bourses-signature-2.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)