02-02-2021, 09:28 PM
আমার এই পোস্টের ঠিক আগের পোস্টেই আপলোডার তার নিজের কথাটি লিখে জানিয়ে দিয়েছেন ওনার অপরাগতার কথা ! খুবই ভালো লেগেছে এই ঘোষনাটি। আমাদের মাঝে এমন অনেক পোস্টারই আছেন যারা কিনা অন্যের গল্প পোস্ট দিতে গিয়ে নিজেই সেই গল্পের লেখক সেজে বসেন। এমনকি কোনো কোনো গল্পে এমনও দেখা গ্যাছে গল্পের পরবর্তী সিকোয়েন্স নিয়েও অনেক কিছু আগাম বলে থাকেন। যেটা কোনোভাবেই কাম্য নয়। এসব ক্ষেত্রে মূল লেখক অনেক সময় গল্পকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ হারিয়ে ফেলেন।
গল্পটার পটভূমি খুব বেশী শক্তিশালী না হলেও গল্প লেখায় লেখকের মুন্সীয়ানা ছিলো পুরোই। ইন্সেস্টের পাশাপাশি সাধারন গল্প লিখলেও এই লেখক খুব ভালো করবেন বলে আশা করি।
সুন্দর এই গল্পটি আমাদেরকে উপহার দেবার জন্য মূল লেখককে অনেক ধন্যবাদ,
সেই সাথে সাদ্দাম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে গল্পটি শেয়ার করার জন্য।
গল্পটার পটভূমি খুব বেশী শক্তিশালী না হলেও গল্প লেখায় লেখকের মুন্সীয়ানা ছিলো পুরোই। ইন্সেস্টের পাশাপাশি সাধারন গল্প লিখলেও এই লেখক খুব ভালো করবেন বলে আশা করি।
সুন্দর এই গল্পটি আমাদেরকে উপহার দেবার জন্য মূল লেখককে অনেক ধন্যবাদ,
সেই সাথে সাদ্দাম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে গল্পটি শেয়ার করার জন্য।