02-02-2021, 05:22 PM
(This post was last modified: 02-02-2021, 05:25 PM by sairaali111. Edited 1 time in total. Edited 1 time in total.)
'' 'মগের মুলুক' - যা খুশি তা-ই. . . '' - অতীতচারী হবার দরকারটা কি ? হাতের কাছেই তো রয়েছে নজির । ভিভিয়ান রিচার্ডস , ইনামুর রহমান, মার্টিনা নাভ্রাতিলোভা, দিয়েগো মারাদোনা ... এঁরা তো ব্যাপরটাকে করে তুলেছিলেন ' মগের মুলুক '-ই । বিপক্ষকে নিয়ে যা' খুশি তা-ই ..... এহো বাহ্য - আর একটি হাতে-গরম উদাহরণ - হ্যাঁ জনাব , আ প নি । লেখার সাম্রাজ্যটিকে তো বানিয়ে ছাড়লেন 'মগের মুলুক'-ই । অনায়াস ঔদ্ধত্যে ছয় চারের বন্যা , শৈল্পিক ড্রিবলিঙে খড়কুটোর মতো ছিটকে দেয়া - না, বিপক্ষকে নয় - বরং, আত্মপক্ষীয় পাঠককূলকে । এই ধ্যানচাঁদীয় ব্যাপার-স্যাপারও যদি না হয় তবে ''মগের মুলুক'' আর বলবো কাকে ? - আপনার এই মুলুকেরই সুলুক সন্ধানী হয়ে থাকতে চাইছে চাতক-পাঠককূল । - এবং - উটকো পাঠিকা-ও । - সালাম ।