Thread Rating:
  • 100 Vote(s) - 3.34 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সুপ্তির সন্ধানে
পর্ব চার (#2-#20)

 
শনিবার ক্লাস করার একদম ইচ্ছে ছিল না। জিজ্ঞেস করলাম, এস্প্লানেড যাবে? মাথা নাড়ল ললনা, একদম না, আগে ক্লাস তারপরে বাকি কাজ। আজকাল আমার পায়ে বেড়ি বেঁধে রাখে। নিজে উড়তে শিখে গেছে তাই এখন আমাকে মাটিতে বেঁধে রাখে। মনে মনে হাসি। অনির্বাণ আমাকে বলে, তোর হয়ে গেছে কাজ শেষ। তুই শালা বিয়ের আগেই গোলাম হয়ে গেছিস। আমি মৃদুমন্দ হাসি, কিছু বলি না। যতক্ষণ ওর ঠোঁটে হাসি আছে ততক্ষন আমার শ্বাস, তাই এই আদেশ এই নির্দেশের বাঁধনে আমি মুক্ত। এই মুক্তির স্বাদ ভিন্ন।
 
ক্লাসের পরে বাইকের পেছনে উঠে কড়া কন্ঠে বলল, “টাকা গাছে ফলে নাকি তোমার? বেশি হলে আমাকে দিও।”

আমি ওকে জিজ্ঞেস করলাম, “কেন কি হল?”

তিতলি কড়া কন্ঠেই জবাব দিল, “ক্লাস কেন করবে না? ইন্সটিটিউটে টাকা দিয়েছ, নিজের টাকা নাকি চুরি করা?”

বুঝলাম গরম হয়েই আছে প্রেয়সী। বেশি কথা বাড়ালাম না, জিজ্ঞেস করলাম, “কোথায় যাবে শপিং করতে?”

ছোট জবাব এলো, “এস্প্লানেড চলো।”


আজকাল বিশেষ ভিড় ভয় পায় না। মাঝে মাঝে আমার সাথেই বাজার গিয়ে টুকিটাকি কেনা কাটা করে। কোনদিন নিজের কিছু জামা কাপড়, নিজের হাত খরচের টাকায় কিনলেও আমার পছন্দ মতন বেশ কয়েকটা স্লিপ, রাত্রি পোশাক কিনল। আমি জিজ্ঞেস করলাম কবে পরবে? মুচকি হেসে বলল কোন এক দিন। কোনদিন রান্নাঘরের জিনিস পত্র, বেশ কিছু নতুন নতুন বাসন পত্র কেনা হল, সেই সাথে কত রকমের ডাল চলে এলো বাড়িতে। এতদিন ডাল বলতে শুধু মাত্র মুসুর ডাল চিনতাম। আমি ওকে জিজ্ঞেস করাতে বলল যে নিজের মাকে দেখে নিজের বাড়ির রান্নাঘর দেখে শিখে গেছে নিজের রান্নাঘরে কি কি চাই। বেশ গিন্নি গিন্নি লাগে আজকাল। মনেই হয় না এই সেই লজ্জাবতী ভীত সন্ত্রস্ত ললনা, যাকে এক বর্ষার রাতে অন্ধকার বাস স্টান্ডে দেখেছিলাম। আজকাল দোকানে গেলে অনায়াসে বাজার করে তবে হ্যাঁ পাশে আমাকে থাকতে হবে। এক হাতে আমার হাত ধরে থাকে অন্য দিকে বাজারে দরদাম করে। বুঝি দৃশ্যটা একটু দৃষ্টিকটু লাগে।
 
এস্লপানেড পৌঁছে নিউমার্কেট চত্তরে বাইক পার্ক করে, এদিক সেদিক দেখে আরো কেনাকাটা করা হল। জানালা দরজার পর্দা, বেশ কিছু নতুন ডিজাইনের কাপ প্লেট, বাথরুমে নোংরা জামা কাপড় রাখার জন্য একটা ঝুড়ি, ইত্যাদি আরো অনেক কিছু। এতসব জিনিস নিয়ে বাইকে যাওয়া অসম্ভব। বুঝিয়ে বললাম, তুমি ট্যাক্সি করে বাড়ি চল আমি পেছন পেছন বাইকে করে আসছি। ললনার এক কথা, এসেছি সাথে যাবো সাথে। সত্যি কথা বটে। এমনিতেও সেদিন একদম ছাড়তে ইচ্ছে করছিল না ওকে। কয়েকদিন পরেই প্রেমের দিবস, ভ্যালেন্টাইনস ডে। কোনমতে সব জিনিস পত্র ভালো করে বাইকের পেছনে বেঁধে নেওয়া হল। মনে হল যেন নতুন সংসার করতে চলেছি।
 
তিতলির পদার্পণে বাড়ির সব কিছুই পালটে গেল। অনেক কিছুই কেনা হল। মাঝে মাঝেই কলেজে ক্লাস না থাকলে বাড়িতে চলে আসে, নিজে হাতে বাড়ি গুছিয়ে যায়। কিছু দিনের মধ্যে দেখলাম যে আমার আলমারি পর্যন্ত দখল হয়ে গেছে। আলমারিটা বেশ বড়, আমার বিশেষ কিছু জামা কাপড় নেই, দুটো তাকেই হয়ে যায় তাও সারা আলমারিতে আমার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকত। একদিন রাতে বাড়ি ফিরে দেখলাম আমার জামা কাপড় প্যান্ট গেঞ্জি সব বেশ সুন্দর করে দুটো তাকে গুছিয়ে রাখা। অন্য দুটো তাক প্রেয়সীর অধীনে চলে গেছে। সেখানে তার জামা কাপড় চলে এসেছে। তার অন্তর্বাস, তার বেশ কয়েকটা সালোয়ার কামিজ, ফ্রক, স্কারট ব্লাউজ, দুটো শাড়ি পর্যন্ত।
 
পরের দিন যখন ক্লাসের পরে ওকে নিয়ে কাজিপাড়া ফিরছি তখন ওকে জিজ্ঞেস করলাম, “আচ্ছা, তুমি যে নিজের জামা কাপড়ে ইতিমধ্যে আলমারি ভরিয়ে ফেলেছ, তোমার মা জানেন?”

মুচকি হেসে মাথা নাড়াল ললনা, “আমার জামা কাপড়ের খোঁজ মা কেন রাখতে যাবে?”

আমি ওকে মুচকি হেসে বললাম, “জামা কাপড় যখন চলেই এসেছে, বল তো আজকেই মুফাসার কাছে গিয়ে আর্জি দেই বিয়ের।”

হেসে ফেলল ললনা তারপরে বলল, “একটু দাঁড়াও, মাকে আগে পুরোপুরি মানিয়ে নেই তারপরে আমার এই কলেজ শেষ হোক তারপরে।”

আমি ওকে জিজ্ঞেস করলাম, “কাকিমা তো মোটামুটি জানেন আমাদের ব্যাপারে?”

সায় দিয়ে মাথা দুলিয়ে বলল, “মায়ের মন, একটু তো বুঝেই ফেলেছে। একদিন তোমার কথা জিজ্ঞেস করছিল, আমি বললাম ভালো আছে...” বলেই হেসে ফেলল, “কি গো ভালো আছো তো? সেদিন রান্না ঘরে রান্না করতে ঢুকেছিলাম, আমাকে জিজ্ঞেস করল, বেশ তো রান্না করতে শিখে গেছিস? কি ব্যাপার। আমি মাকে বললাম, একটু তোমার কাজে সাহায্য করছি। মা শুধু একটু হাসল।”

আমিও মৃদু হেসে বললাম, “তুমি পুরোপুরি তিতলি হয়ে গেছ। রঙ্গিন ডানা মেলে আকাশে ওড়ার সময় এসে গেছে।”

আমাকে পেছন থেকে দুই পেলব বাহুপাশে কঠিন ভাবে আবদ্ধ করেই বলল, “আমি শুধু মাত্র আদির তিতলি হয়েই থাকতে চাই।” 

আমি ওকে বললাম, “এত দিন নাচ শিখলে কই আমাকে তো একটাও নাচ দেখালে না।”

পিঠের ওপরে আলতো চাঁটি মেরে বলল, “ছেলের শখ দেখো।”

আমি ওকে উত্যক্ত করার জন্য বললাম, “কেন, কি হয়েছে, আমি বসার ঘরের সোফায় একটা ধুতি পরে ডান হাতের কব্জিতে একটা বেল ফুলের মালা জড়িয়ে সামনে মদের গ্লাস নিয়ে বসব। তুমি একটা ফিনফিনে পাতলা জরির শাড়ি পরে আমার সামনে নাচবে। আমি পান খেতে খেতে তোমার গায়ে আতর ছুঁড়ে দেব...”

পিঠের ওপরে দুমাদুম বেশ কয়েকটা কিল পড়ল, “শখ দেখেছো ছেলের, বাইজি বাড়ির নাচ দেখবে।”

আমি ওকে হেসে বললাম, “যাহ্‌ বাবা, বাড়িতে দেখছি তোমার সামনে তাতেও অসুবিধে? কেন শোভাবাজার বৌবাজারে যেতে চাইলে তুমি আমাকে যেতে দেবে নাকি?”

দুমদুম আরো কয়েকটা কিল, অভিমানী কন্ঠে বলল ললনা, “ঠ্যাং ভেঙ্গে রেখে দেবো না তাহলে।”

আমি ওকে বললাম, “আচ্ছা বাবা, মজা নয়। সত্যি করে বল, কবে নাচ দেখাবে?”

হেসে ফেলল তিতলি, “আচ্ছা বাবা একদিন দেখাবো।”

আমি ওকে বললাম, “তুমি ইংলিশ নিয়ে পড়ছ এরপরে কি মাস্টার্স করবে?”

নাতি বাচকে মাথা নাড়িয়ে উত্তর দিল তিতলি, “না গো, আমি কি আর কলেজ টিচার হব নাকি? একদম নয়। আর এই কম্পিউটার শেখাটা তো শুধু মাত্র বাড়ি থেকে একটু বেড়িয়ে লোকের সাথে মেলামেশা করার জন্য মা জোর করে আমাকে ভর্তি করিয়ে দিয়েছে। না হলে বাবা তো ভর্তি করতেই চাইছিল না।”

আমি ওকে বললাম, “তাহলে তুমি নাচ নিয়ে থাকতে পারো তো।”

প্রশ্ন করল তিতলি, “মানে?”

আমি ওকে বুঝিয়ে বললাম, “মানে এই যে, তুমি কলেজ কলেজের টিচার হবে না, তার কারণ আমি জানি। তোমার ভিড় পছন্দ নয়, বেশি লোকজন পছন্দ নয়। তুমি যদি নাচে একটু বেশি মনোযোগ দাও, তাহলে ভবিষ্যতে একটা নাচের কলেজ খুলতে পারো।”

একটু ভেবে মৃদু হেসে বলল, “পরিকল্পনা মন্দ নয় কিন্তু আদি। আমাদের বসার ঘরে ছোট একটা নাচের কলেজ খোলা যাবে কি বল।”

আমি হেসে ফেললাম ওর কথা শুনে, “আচ্ছা সেটা বসার ঘরে হবে নাকি অন্য কোথাও হবে সেটা পরে ভেবে দেখা যাবে। তার আগে তোমাকে নাচটা তাহলে ভালো করে শিখতে হবে।”

মাথা দুলিয়ে সায় দিল রূপসী প্রেয়সী, “জো হুকুম জাঁহাপনা।”
 
বুঝতে পারলাম, নাচ শেখার ব্যাপারটা বলার পরে ভীষণ ভাবেই চাপে পরে গেছে তিতলি। একদিকে কলেজের পড়াশুনা, তারপরে কম্পপিউটার ক্লাস তারপরে আবার নাচের চর্চা। প্রথমে আলমারির অধীনতা চলে গেল অতটা কষ্ট হয়নি, বাথরুমে নতুন তোয়ালে এসেছে তাতেও অতটা কষ্ট হয়নি, তবে যেদিন পড়ার টেবিলে দেখলাম ওর বই সেদিন বুঝলাম এবারে পড়ার টেবিলটাও হাতছাড়া হয়ে গেছে, বড্ড কষ্ট হল। হায় রে, বিছানা এবারে তুইও আর আমার নয়। শুধুমাত্র রাত্রে আমি শুই, মানসচক্ষেই দেখি, এই বিছানায় উপুড় হয়ে শুয়ে লাস্যময়ী প্রেয়সী, পা দুলিয়ে মনের আনন্দে হয়ত বই পড়ছে না হয় এমনি এমনি বিশ্রাম করছে।
 
সেই শনিবার ক্লাসের শেষে বাড়ি ফেরার পথে তিতলি আমাকে জিজ্ঞেস করল, “এই তোমার বাবার সাথে আর কথা হল?”

এতদিন সুবির বাবুর কথা মনে পড়েনি, ওর মুখ থেকে বাবার কথা শুনে কিঞ্চিত বিরক্ত হয়েই ওকে জিজ্ঞেস করলাম, “হটাত কেন জিজ্ঞেস করলে?”

তিতলি উত্তর দিল, “না এমনি।” কিছুক্ষন চুপ করে থাকার পরে জিজ্ঞেস করল, “তোমার একটা ভাই আছে না?”

বাপ্পাদিত্যের কথা মনেই ছিল না, তাই ওকে পাল্টা জিজ্ঞেস করলাম, “তোমাকে কে বলল?”

আমার কাঁধের ওপরে আলতো চাপ দিয়ে বলল, “তুমি বলেছিলে সেদিন। মনে আছে? কাকদ্বীপে বসে?”

মনে পড়েছে এবারে। সায় দিয়ে মাথা দুলিয়ে বললাম, “হ্যাঁ, খুব ছোট। ওই একবার দেখা।”

একটু যেন হারিয়ে গেল কোথায়। উদাসী কণ্ঠে বলল, “আচ্ছা আদি, তোমার সব রাগ তোমার বাবার ওপরে, তাই না।” সায় দিয়ে মাথা দুলিয়ে দিলাম। তিতলি আমাকে বলল, “ওই কচি বাচ্চাটা তো তোমার কোন ক্ষতি করে নি। ওর ওপরে কেন রাগ করে আছো?”

আমি ওর কথা কিছুই বুঝতে পারলাম না, “ওর ওপরে কেন রাগ করতে যাবো? আমি বর্তমানের সুবির বাবুকে চিনি না, তার স্ত্রী দেবস্মিতাকে চিনি না, তার ছেলে বাপ্পাদিত্য তাকেও চিনি না। অচেনা মানুষের ওপরে কেন রাগ করতে যাবো? আচ্ছা তুমি বল” পাশের বাইকে একটা লোক ছিল তাকে দেখিয়ে বললাম, “এই লোকটার ব্যাপারে কি তুমি ভাবো?”

তিতলি আমাকে বলল, “আদি এই লোকটার সাথে আর সেই ছোট বাচ্চাটার মধ্যে অনেক তফাত। কোন এক কারনে এতদিন পরে তোমার বাবা আবার তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। আমার মনে হয় তোমাকে তার দিকে আরও এক বার হাত বাড়িয়ে দেখা উচিত। হয়ত সেই কচি বাচ্চাটা...”

বারবার সুবির বাবুর কথা বলাতে রাগ হল আমার, “দেখো তোমাকে আগেও বলেছি ওই বিষয়ে কোন আলোচনা করবে না।”

আগের তিতলি হয়ত দমে যেত চুপ করে যেত। কিন্তু বর্তমানে যে তিতলি আমার বাইকের পেছনে বসে সে সহজে দমে যাওয়ার পাত্রী নয়। ভারী গলায় বলল, “তোমাকে কথা বলতে হবে না। আমার একটা ছোট্ট দেওর আছে তার সাথে আমি না হয় গল্প করব। আমাকে ফোন নাম্বার দিও।”

কত অনায়াসে এক নতুন সম্পর্ক স্থাপন করে নিল তিতলি। ওর কথা শুনে না হেসে থাকতে পারলাম না, “আচ্ছা বাবা, ফোন নাম্বার দিয়ে দেব, ফোন করে নিও।” সেই সাথে এটাও বলে দিতে ভুললাম না, “তবে হ্যাঁ, ওই কথাবার্তা পর্যন্ত যেন পরিচয় থাকে। এর বেশি কিন্তু এই সম্পর্ক গড়তে দিও না। এতদিন পরে আমি কোন নতুন সম্পর্ক গড়তে চাই না।”

আমাকে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, “কে জানে কি ভাবে কোথায় কার সাথে কি ধরনের সম্পর্ক গড়ে উঠবে। দুটো সেমেস্টার আমরা একসাথে ছিলাম। আমি সামনে বসতাম, তুমি অনির্বাণের সাথে পিছনে বসতে। কিন্তু আদৌ কি সেই বৃষ্টির রাতের আগে কোনদিন আমরা পরস্পরের সাথে কথা বলেছিলাম?”

হেসে ফেললাম আমি, “তোমার সাথে যুক্তি তক্ক করে জেতা অসম্ভব।”

দুই হাতে আস্টেপিস্টে জড়িয়ে কানের কাছে ফিসফিস করে মিষ্টি মধুর নেশা ধরানো কন্ঠে বলল, “কে হেরেছে আদি?”

নেশা ধরে গেল ওই মদির কন্ঠ শুনে, “বাড়ি চল তারপরে তোমাকে দেখাচ্ছি মজা।”

কোলের কাছে হাত নিয়ে গেল, একদম বেল্টের কাছে ওর নরম আঙ্গুল। কানের কাছে ফিসফিস মদির কন্ঠ, “তুমি ইদানিং আমার জামা কাপড় গুলো নিয়ে খুব দুষ্টুমি কর তাই না।”
 
আমার কান লাল হয়ে গেল লজ্জায়। তা একটু করি, ওর অন্তর্বাস গুলো নিয়ে। ছোট ছোট প্যান্টি, ব্রা, সিক্লের কয়েকটা নুডুল স্ট্রাপের স্লিপ। প্রেয়সীকে শুধু মাত্র অন্তর্বাসে পরিহিত অবস্থায় মানস চক্ষে দেখতে পাই। চঞ্চল হয়ে ওঠে দেহের সব স্নায়ু, তড়িৎ গতিতে রক্ত প্রবাহিত হয় সব ধমনী দিয়ে।
 
পেটের ওপরে কাতুকুতু দিয়ে মদির কণ্ঠে বললে প্রেয়সী, “খুব দুষ্টু তাই না?”

আমি নাতি বাচকে মাথা নাড়িয়ে বললাম, “একদম না।” বলেই হেসে ফেললাম।

তলপেটের ওপরে চাঁপার কলি কোমল আঙ্গুলের পরশে আমার পুরুষাঙ্গের ভেতরে রক্ত সঞ্চালন বেড়ে গেল। আমি তিতলিকে বললাম, “এই তুমি এইভাবে গিয়ারের কাছে হাত নিয়ে গেলে মারা পড়ব।”

হেসে ফেলল ললনা, “তুমি যে সব সময়ে আমাকে নিয়ে পরে থাকো তার বেলায়?”

আমি ওকে বললাম, “আচ্ছা, আমি কি করি?”

আমার কাঁধের ওপরে জিবের ডগা দিয়ে উষ্ণ শিক্ত লালার দাগ ফেলে বলল, “এমন কর যে...” বুকের কাছে পাঁজর ঘেঁষে কুসুম কোমল আঙ্গুল চেপে ধরে বলল, “এমন কর তখন...”

উন্মাদনার পারদ ধিরে ধিরে ঊর্ধ্বগামী হয়। দাঁতে দাঁত পিষে উন্মাদনা আয়ত্তে রেখে ওকে বললাম, “তিতলি প্লিজ...”

খিলখিল করে হেসে ফেলে তিতলি, “আমি যখন কাজ করি তখন আমাকে এইভাবে উত্যক্ত কর এবারে মজা বোঝ।”

আমি ওকে বললাম, “আজ কিন্তু বাড়ি গেলে তোমাকে ছিঁড়ে খাবো।”

ফিসফিস করে কানে কানে বলল, “কাছে আসতেই দেব না।”

আমি ওকে বললাম, “আচ্ছা বাড়ি চলো তারপরে দেখা যাবে কে কাছে আসছে আর কে আসছে না।”

বাড়ি পৌঁছে বাইক থেকে নেমে আমার নাকের সামনে চাঁপার কলি তর্জনী নাড়িয়ে আদেশের সুরেই বলল, “পারলে পাঁচ’শ খাসির মাংস নিয়ে এসো।”

আমি ওকে বললাম, “আনতে পারব না এখন। ফেরার পথে কেন বললে না?”

উত্তর এলো রাজ্ঞীর, “বাড়ি ঢুকতে পারবে না তাহলে।”
 
আমার উত্তরের অপেক্ষা না করেই রূপসী নর্তকী নধর লাস্যময়ী অঙ্গে উচ্ছল হরিণীর ছন্দের মত্ততা এনে সিঁড়ি বেয়ে উঠে চলে গেল আমার ফ্লাটে। ওর কাছেই একটা চাবি থাকে তাই দরজা খুলে ঢুকতে কোন অসুবিধে হল না। বাড়িতে নতুন মাংস রান্না শিখেছে তাই আমাকে রান্না করে খাওয়াতে চায়। মামাবাড়ি গেলেই মাংস খাওয়া হয় না হলে নিজে রান্না করতে জানি না। আগে বেশির ভাগ দিন আমার ভাগ্যে নিজের রান্না করা ডাল ভাত জুটত। রূপসী প্রেয়সীর আমার বাড়িতে পদার্পণের পরে মাঝে মাঝে ভিন্ন তরিতরকারির স্বাদ নিতে পারি। নতুন রাঁধুনি তাও মোটামুটি ভালোই রান্না শিখে গেছে এই একমাসে। নারকেল কুচি ভাজা দিয়ে ছোলার ডালটা দারুন রান্না করে। তবে দুঃখ একটাই বেশির ভাগ দিন একা একা খেতে হয়। কলেজ থেকে আমার বাড়ি এসে রান্না করে যায় কিন্তু আমার সাথে খেতে পারে না। সপ্তাহ শেষে শনিবার দুপুরেই যা দুজনে মিলে একসাথে খাই। তাই আর মানা করতে পারলাম না। অগত্যা আবার বাইক নিয়ে বেড়িয়ে যেতে হল।
 
মাংস কিনে বাড়িতে ঢুকতেই পা আটকে গেল দরজায়। তিতলির পরনে হাল্কা গোলাপি রঙের পাতলা একটা ছোট নুডুল স্ট্রাপ স্লিপ। স্লিপটা বেশ ছোট, দুই পুরুষ্টু ঊরু সম্পূর্ণ অনাবৃত, সামনের দিকে উপরিবক্ষের অধিকাংশ অনাবৃত। স্লিপটা আমার পছন্দের কেনা হয়েছিল তবে এর আগে কোনদিন পড়েনি। কাঁধে চোখ পড়তেই লাল রঙের ব্রার স্ট্রাপ দেখা গেল, নরম গোলাকার পেটের ওপরে লেপটে রয়েছে স্লিপের পাতলা কাপড়। চেহারায় ফুটে উঠেছে লজ্জার লালিমা, চোখের তারায় ভীষণ একটা দুষ্টু মিষ্টি ভাব, গোলাপি রসশিক্ত ঠোঁটজোড়া ভীষণ ভাবেই আকর্ষিত করছে আমাকে। আমার দিকে হাত বাড়িয়ে মনে হয় বেশ কিছুক্ষন ধরেই দাঁড়িয়েছিল, কিন্তু আমি মোহিত হয়ে তিতলির রূপসুধা আকন্ঠ পান করে মত্ত হয়ে গেছিলাম। চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে রইল তিতলি।
 
আমার বুকের ওপরে কুসুম কোমল হাতের আলতো একটা চাঁটি খেয়ে আমার সম্বিত ফিরল, “কি হল?”

মাথা নাড়লাম, “না।”

আমার হাত থেকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে জিজ্ঞেস করল, “এত বেলায় ভালো মাংস পেলে?”

আমি মুচকি হেসে উত্তর দিলাম, “মহারানীর আদেশ, জোড়া পাঁঠার বলি চড়িয়ে তবেই তার প্রসাদ এনেছি।”

চোখ পাকিয়ে মিষ্টি হেসে বলল, “ধ্যাত, যাও তো...”
 
আমি উত্তর কি দেব, অপ্সরার লাস্যময়ী রূপে ছটায় আমার শরীর অবশ হয়ে আসছে। আমি বাড়ির ভেতর ঢুকে পা দিয়ে ঠেলে দরজাটা বন্ধ করে তিতলিকে এক ঝটকায় পাঁজাকোলা করে কোলে তুলে নিলাম। হটাত করেই এই ভাবে ওকে কোলে তুলে নিতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল ললনা। ডান দিয়ে আমার গলা শক্ত ওরে জড়িয়ে ধরল তিতলি। বাম হাত তিতলির পিঠের পেছনে আর ডান হাত ওর হাঁটুর নিচ দিয়ে গলিয়ে অনায়াসে বুকের কাছে জড়সড় করে চেপে ধরে ওর প্রেমমদির চোখের গভীরে তাকিয়ে রইলাম।
 
আমার চোখের দিকে তাকাতে পারছিল না তিতলি। প্রেমঘন গলায় বলল, “মাংস রান্না করতে হবে না, সোনা?”
 
মাথা নাড়লাম আমি, না। গলা আমার শুকিয়ে গেছিল, কি বলব কিছুই বুঝে পাচ্ছিলাম না। কোমল নধর দেহবল্লরি আমার প্রগাড় আলিঙ্গনে বাঁধা পরে মোমের পুতুলের মতন গলতে শুরু করে দিল। আমি ওকে কোলে তুলে শোয়ার ঘরের দিকে পা বাড়ালাম।
 
তিতলি মিহি কণ্ঠে আমাকে বলল, “সোনা প্লিজ, এই মাংস নিয়ে শোয়ার ঘরে যেতে নেই। আমার সোনা... দুত্তুমি পলে কব্বে...” শেষের দিকের ওর মিষ্টি মধুর মহুয়ার রসে ভেজা আদো আদো কন্ঠ শুনতে দারুন লাগলো।

ওর আদেশ বল আর মিনতি বল, কোলে করেই ওকে রান্নাঘরে নিয়ে এলাম। কোল থেকে নামিয়ে ওকে বললাম, “মনে থাকে যেন।”

আমায় ঠেলে রান্নাঘর থেকে বের করে দিয়ে খিলখিল করে হেসে উঠে বলল, “কাজ আছে অনেক বুঝলে। পেয়াজ কুচি কর, রসুন ছিলে দাও, দুটো আলু অর্ধেক করে কেটে দাও।”

আমি মাথা দোলালাম, “মিস্টার ঘোষ কি আর মিসেস ঘোষের আদেশ অমান্য করতে পারে নাকি?”
[Image: 20210115-150253.jpg]
Like Reply


Messages In This Thread
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 14-01-2021, 11:07 PM
RE: সুপ্তির সন্ধানে - by pinuram - 02-02-2021, 04:03 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 12:55 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 01:06 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 02:00 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 08:42 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 08:45 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 09-02-2021, 12:15 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 09-02-2021, 08:38 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 10-02-2021, 01:32 AM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 12-02-2021, 12:03 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 14-02-2021, 02:45 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 18-02-2021, 05:02 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 24-02-2021, 05:46 PM



Users browsing this thread: 49 Guest(s)