02-02-2021, 03:46 PM
(01-02-2021, 04:17 PM)bourses Wrote: খুব আফসোস হচ্ছে... কেন... কেন যে সেদিন একা একটা ফ্ল্যাট নিয়ে থাকি নি... ইশশশশশশ... যদি থাকতাম... তাহলে তো...
নাহ!... এখন আর সে সব ভেবে, কল্পনা করে লাভ কি? যা ছিল, তাই ভালো ছিল... নাই বা পেলাম এই সুযোগ... একা একটা ফ্ল্যাটে এমন রূপসী কামনাময়ী নারীকে নাই পেলাম সেই ভাবে...
সত্যিই বলছি পিনু... পড়তে পড়তে সত্যিই ভাবছিলাম, কল্পনা করছিলাম... একটু যেন আফসোসও করছিলাম বটে...
সুন্দরীর ওই শুধু মাত্র কামিজ আবৃত শরীরের যা বর্ণনা এঁকেছ... এর পরে আর কিছু বলার সাহস নেই আমার... আমরাও যৌন সাহিত্যের মধ্যেই রয়েছি, কিন্তু এই ভাবে এত সাবলীলতায় যৌনতাকে উপস্থাপনা করা, তার বর্ণনা করার ধৃষ্টতা দেখানো সম্ভবই নয় আমাদের পক্ষে... আর এখানেই তুমি একমদ্বিতীয়ম্... আমারদের সকলের প্রিয় পিনুরাম...
যার জন্য তোমার এই গল্পকে নতুন করে উপস্থাপনা করা, তার উদ্দেশ্যে...
যে সব কথা বলার ছিল, বলেই দিলাম,
আর কিছু কি রইল বাকি? জানলে বোলো;
উহ্য কোনো সম্পর্কের নকশিকাঁথায়,
রক্তরঙে বিছিয়ে দিলাম নীলচে সুতো-
তোমার হাতে হাতটি রেখে সপ্তসাগর
স্বপ্ন সেসব, ভাঙতে হবে আনায় ষোলো।
বুকের বামে আমরা যে সব আখর পুষি,
ব্যক্তিগত, হারায় যখন * কালো-
কেমন যেন সর্বহারা ফণির মতো,
ছোবল দেবে বলেই যেন বাড়ায় ক্ষত;
কাল কাটানোর সন্ধ্যেগুলো পেরিয়ে গেলে,
ব্যক্তিগত ঝলসে ওঠে প্রথম আলোয়।
আর ভাবি না তোমার সাথে প্রথম আলাপ,
রাত্রে শুধু শীতলপাটি বিছোয় দু'চোখ।
বইয়ের ভাঁজে আলতো কোনো স্বপ্ন দেখে,
আবেগগুলো ঝড়িয়ে যায় শুকনো পাতা-
একলা ভিষন লাগছে আজও তোমার নামে,
রূপকথাকেই দিলাম তবে সুপ্ত এ শোক।
এখন কল্পনা করেও লাভ আছে, তোমার প্রেম তো এখন তোমার পাশেই একা ফ্লাটে রাতেও একা, এখন সেই পুরানো প্রেম কল্পনা করেই না হয় দ্বিতীয় বার প্রেম কর সেই তার সাথেই! প্রেমের তো বয়স হয় না, নতুন করেই সাজিয়ে নাও তাকে! রোজদিন আয়নার সামনে গিয়ে বল "এটা আমার বৌ নয়" দেখবে নতুন ভাবেই তাকে দেখতে পাচ্ছো !!!!!!!
Reps Added +1