31-01-2021, 10:41 PM
(30-01-2021, 02:03 PM)ddey333 Wrote: সত্যি ভাবতে এখন অবাক লাগে , হাসা উচিত না কাঁদা বোঝা মুশকিল ..
যে তিতলিকে নিয়ে এই গল্প লেখা ( না ভুল বলা হলো , লেখা নয় .. যে তিতলিকে নিয়ে আমার এই গল্প পড়া ) , সে নিজেই আজ এতগুলো বছরের পর কোনো এক মহাদানবিক যান্ত্রিক মহানগরের বুকের ভেতর কোথায় হারিয়ে গেছে ...
তবে অনেক তিতলিরা আজও আছে , তিলোত্তমারাও আছে নিশ্চয় ... খুঁজে নেওয়ার জন্য চাই চোখের চেয়েও একটা সেরকম সন্ধানী এবং সহনিভূতিশীল মনের ..
নিশ্চয় আছে, অনেক তিতলি অনেক তিলোত্তমা এই পৃথিবীর বুকে আছে! ভালোবাসা আজো বেঁচে আছে, শুধু মাত্র সেই হৃদয়ের দরকার পরে! সঠিক মনের কাছে সঠিক হৃদয় ধরা দেয়! কোন এক ব্যাক্তির কথা ভেবে অথবা গুটিকয় প্রেমের ছলনা দেখে ভালোবাসাকে সাদা কালো রঙে রাঙিয়ে দেওয়া ভুল! ভালোবাসা প্রজাপতির ডানার মতন রঙিন, সাত রঙ্গা রামধনুর মতন রঙিন !!!!!!
Reps Added +1
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)