30-01-2021, 12:22 PM
(29-01-2021, 09:02 PM)Prasenjit Wrote: উফফফ..অসাধারণ আপডেট দাদা। অসম্ভব সুন্দর বর্ননা করেছেন। আপনার প্রতিটি আপডেটে এক নতুন তিতলির দেখা পায় আর নতুন করে প্রেমে পরে যাই। আর লাস্টের "কেউ নিজে থেকে উড়তে শেখে আর কেউ নিজের ভালোবাসার হাত ধরে উড়তে শেখে।" এই লাইনটি হৃদয় ছুঁয়ে গেল ❤।
প্রজাপতি কখন জন্মেই পাখা মেলে না, ধিরে ধিরে ডানা মেলে, এই তিতলিও ধিরে ধিরেই ডানা মেলবে! আর যেহেতু গল্পটা আদি লিখছে, থুড়ি বলছে সুতরাং ওর চোখের সামনে যা ঘটে চলেছে এবং ওর মনের মধ্যে প্রেয়সীকে নিয়ে যা যা চলছে সেই ভাবেই গল্প এগিয়ে চলছে !!!!