30-01-2021, 12:15 PM
(29-01-2021, 04:37 PM)ddey333 Wrote: উফফ ... কি উত্তেজক কিন্তু কি মনোরম বর্ণনা ... অনেক কিছুই ভিজে উঠলো পড়তে পড়তে ... সব হয়তো এখানে বলা যাবে না !!
তিতলি পরিণত হয়ে উঠছে , স্বপ্ন দেখছে ও , একটা সুন্দর ছোট্ট ভবিষ্যতের স্বর্গ যেটা শুধু ও নিজের হাতে গড়ে নিতে চায় ,..
ছোট ছোট আশা আর স্বপ্নগুলো নিয়েই তো নির্মাণ হয় কুলবিহীন ভালোবাসায় ভাসিয়ে নিয়ে যাওয়া সাগরের ....
(30-01-2021, 09:50 AM)ddey333 Wrote: প্রেমের নিবিড় একান্ত একটা সম্পর্ক, কিভাবে ধীরে ধীরে কিছু ছোট ছোট ঘটনা , ছোট ছোট অনুভূতি আর পারিপার্শিক অবস্থার উপর ভিত্তি করে পরতে পরতে গড়ে ওঠে , পিনুরামের মতো এরকম কেউ আর নেই যে এটাকে এভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখে ....
সব ভালোবাসাই তো আর love at first sight এর মতো হয় না ,
নানারকমের ঘটনাপ্রবাহের ও অনেক অবদান থাকে দুটো প্রাণকে কাছাকাছি আনার পেছনে ...
সেদিন যদি ওরকম বৃষ্টি না পড়তো আর তিতলিকে বলতে না হতো আদিকে, একটু দাঁড়িয়ে যাবার জন্য !!
প্রেম তো একটু একটু করেই গড়ে ওঠে, প্রথম দেখায় শুধু মাত্র ভালোলাগা আসে, ভালোবাসা আসে না! ভালোলাগা আকর্ষণ আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য! দুটো প্রান কে কাছে আসতে অনেক সময় লাগে, শরীর কাছে আসতে সময় লাগে না! ওই বৃষ্টির রাতে দাঁড়িয়ে যাওয়াটা ওদের জীবনে এতবড় পরিবর্তন আনবে সেটা হয়ত ওরা কেউই সেই সময় বুঝে উঠতে পারেনি! প্রেমের পারদ ধিরে ধিরেই আসুক তাতে ওদের সুবিধা আমাদের ও সুবিধা !!!!!!