30-01-2021, 11:26 AM
(24-01-2021, 09:22 PM)Jupiter10 Wrote:
হ্যাঁ মুলত এই খানে একটা বিশেষ ধরনের বয়সের মানুষ দের আসা যাওয়া। অল্প বয়সের। আর তাছাড়া গসিপ এখন পাবলিক হয়ে গেছে, উপরি উপরি পড়া যায়। সেহেতু কেউ লগইন করে গল্পে কমেন্ট করবে সেটা ভাবা এবার থেকে বন্ধ করতে হবে। অতিথি পাঠকের সংখ্যা হু হু করে বাড়ছে।
আর আমার মনে হয়। পাঠকের মান ও এই নতুন গসিপে বেড়েছে। সেহেতু উদ্ভট নামের গল্প গুলো দিন দিন কমে আসছে। বুঝতেই পারছ আমি কোন ধরনের গল্পের কথা বলছি। আর কয়েকবছর আগে গসিপে নন এরটিক গল্প কেউ পড়তে পারবে সেটাও কেউ ভেবে ওঠেনি। সেটা তোমার মতো লেখকের দয়ায় সম্ভব। আর গসিপে কোথাও লেখা নেই যে মুখ্য ধারার গল্প এখানে লেখা যাবেনা। সুতরাং লিখে যাও পাঠক অবশ্যই পেয়ে যাবে।
খুব ভালো লাগলো এই মতামতটা ,
আমি নিজে তো লেখক নোই , কিন্তু একজন পাঠক হিসেবে পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি .... ঠিক এই জিনিসটার জন্যই ..



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)