29-01-2021, 04:13 PM
পর্ব চার (#1-#19)
ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনসডে। যত কচি-কাঁচা বুড়ো-হাবরা প্রেমের সাগরে ডুব মারে। সারা বছর কি করে জানি না তবে এই একটা দিনেই যেন ওদের সব প্রেম দেখাতে হয়। ফেব্রুয়ারির শুরু থেকেই পার্ক স্ট্রিট এস্প্লানেড চত্তর জমজমাট, চারদিকে লাল রঙের বেলুন নানান প্রেম মূলক উপহারে সাজানো।
সেদিন অফিসে ভীষণ চাপ। সকালে থেকে সাইট গুলোর ফাইল আসছে। কোন সাইটে কত ফ্লাট বিক্রি হল, কটা ফ্লাটের কি বাকি সব।
এমন সময়ে ফোন এলো তিতলির, “এই তুমি বিছানার চাদর গুলো কোথায় রেখেছ?”
আমি অবাক, “বিছানার চাদর? কিসের বিছানার চাদর?”
চিবিয়ে উত্তর এলো ললনার, “মরন, এই যে সেদিন গরিয়াহাটে কিনলাম সেইগুলো।”
আমি ওকে জিজ্ঞেস করলাম, “ওই গুলো তো আমার বাড়িতে।”
দাঁত কিরমির করে প্রশ্ন করল তিতলি, “হ্যাঁ বাড়িতেই থাকবে সেটা আমিও জানি। বাড়িতে কোথায়?”
আমি আরো অবাক, “সেটা তুমি জেনে কি করবে?”
অন্যপাশে তিতলির রাগ যেন আর কমে না, “তোমার বিছানায় একটা নোংরা চাদর পাতা। ছিঃ মানুষ থাকে নাকি?”
আমি পড়লাম আকাশ থেকে, “আমার বিছানায় নোংরা চাদর পাতা। তোমাকে কে বলল?”
চিবিয়ে উত্তর এলো ললনার, “মরন, আমি বললাম। তুমি বল আগে, সেই নতুন চাদর গুলো কোথায়?”
আমি আমতা আমতা করে উত্তর দিলাম, “আলমারিতে আছে।”
চিবিয়ে উত্তর আবার, “আলমারিতে কি ডিম পাড়ার জন্য রেখে দিয়েছ নাকি?”
এবারে আমার মাথা গরম হয়ে গেল, “তোমার কি দরকার আমি বিছানার চাদর কোথায় রেখেছি না রেখেছি।”
গম্ভির কন্ঠে উত্তর এলো রমণীর, “যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আলমারির চাবি কোথায়?”
আমার কিছুই বোধগম্য হল না, হটাত করে আমার বাড়ির আলমারির চাবির বিষয়ে তিতলির এত কৌতুহল কেন? আমি ওকে জিজ্ঞেস করলাম, “কি দরকার সেটা একটু বলবে কি?”
দাঁত কিরমির করে বলল, “এই নোংরা চাদরের ওপরে মানুষ শুতে পারে নাকি? ”
আমি ওর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম, “তুমি...”
ফিক করে হেসে ফেলল তিতলি, “হ্যাঁ, আমি বাড়িতে এসেছি। কলেজ ছিল না তাই।”
আমি হাসি চেপে ওকে বললাম, “তুমি না সত্যি পুরো পাগলি।”
জিজ্ঞেস করল তিতলি, “আলমারির চাবি কোথায় এবারে বল।”
আমি ওকে উত্তর দিলাম, “পড়ার টেবিলের ড্রয়ারে আছে।”
উত্তর এলো ললনার, “আচ্ছা... (একটু নিস্তব্দ) হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা শুনছো, পারলে একটু তাড়াতাড়ি এসো আমাকে বাড়িতে ফিরতে হবে। আর হ্যাঁ, এক কিলো চিনি নিয়ে এসো, পাঁচ’শ ছোলার ডাল, পারলে একটা নারকেল নিয়ে এসো।”
মাথা দুলিয়ে সায় দিয়ে বললাম, “যথাআজ্ঞা, এবারে আমি কি একটু কলুর বলদের মতন খাটতে পারি?”
হেসে ফেলল তিতলি, ফোনের মধ্যে থেকে একটা চুমু ছুঁড়ে দিয়ে কাতর কন্ঠে আবেদন করল, “প্লিজ তাড়াতাড়ি এসো, এক সাথে চা খাবো তারপরে তুমি আমাকে ছেড়ে আসবে।”
আমিও উত্তর দিলাম, “আচ্ছা।”
ফোন ছেড়ে মনে মনে হেসে ফেললাম। আমার ছোট ফ্লাটের রাজ্ঞীর আদেশ অমান্য করা অসম্ভব। সেদিন ওকে বাড়িতে পৌঁছে দিয়ে ওর হাতে যে অতিরিক্ত চাবিটা তুলে দিয়েছিলাম সেটা বেমালুম ভুলেই গেছিলাম। বারবার মানস চক্ষে তিতলিকে নিজের বাড়ির মধ্যে মনের আনন্দে নিশ্চিন্ত মনে নাচতে দেখলাম। কাজে আর মন বসলো না। কোনরকমে কাজ সেরে সাড়ে পাঁচটার মধ্যে অফিস থেকে বেড়িয়ে গেলাম। ফেরার পথে যথারীতি যা যা ফর্দ দিয়েছিল সেই চিনি, ডাল আর নারকেল কিনেই বাড়িতে ফিরলাম। আমার বাইকের আওয়াজ পেয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিল তিতলি। আমি গেট খুলে ভেতরে বাইক ঢুকানোর সময়ে চোখ তুলে বারান্দার দিকে তাকিয়ে দেখলাম। তিতলির চেহারায় অনাবিল আনন্দ ছটা বিচ্ছুরিত হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে দেখলাম আগে থেকেই দরজা খুলে দাঁড়িয়ে আমার প্রেয়সী। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে তিতলি আমার সামনে আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে।
আমায় দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করল, “এই কি হল? এমন ভাবে কি দেখছ?” ভীষণ ইচ্ছে হল জড়িয়ে ধরে একটা চুমু খাই। ওর দিকে ঝুঁকে পড়তেই একটা ঠেলা মেরে আমাকে সরিয়ে দিয়ে বলল, “যাও আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি ততক্ষনে চা বানাচ্ছি।”
আমার হাত থেকে অফিসের ব্যাগ আর বাকি জিনিস পত্রের থলে নিয়ে সুগোল নিতম্ব দুলিয়ে মুচকি মিষ্টি হাসি হেসে রান্নাঘরের দিকে চলে গেল। পরনে শুধু মাত্র কামিজ, সালোয়ার ছিল না নিচে। কামিজের চেরা থেকে তিতলির সুগোল ফর্সা নিতম্বের একটু দর্শন পেলাম, সেই সাথে নধর মসৃণ পরিপুষ্ট দুই ঊরু দর্শন পেয়ে শরীরে মাতন লেগে গেল। চাপা কামিজে তিতলির তীব্র আকর্ষণীয় দেহবল্লরি ফুটিয়ে তুলেছে আমার নষ্ট নজরের সামনে। চওড়া কাঁধ সরু হয়ে নেমে গেছে পাতলা কোমরে, ফুলে ওঠা দুই ভারী নিটোল নিতম্বের দুলুনি দেখে নেশা লেগে গেল। ভারী নিতম্বের নিচে পুরুষ্টু কদলী কাণ্ডের মতন জঙ্ঘা দুটো সরু হয়ে শেষ হয়ে গেছে গোল ফর্সা গোড়ালিতে। কামিজের ফাটল দিয়ে লুকোচুরি খেলছে নীল রঙের অন্তর্বাস। আমাকে ওই ভাবে ওর দিকে লোলুপ নজরে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জিত এবং সেই সাথে উত্তেজিত হয়ে উঠল ললনা।
আমার দিকে ডান হাতের তর্জনী তুলে শাসন করে বলল, “আগে বাথরুম, তারপরে চা তারপরে আমাকে ছাড়তে যাবে।”
যখন কথা বলছিল ওর ঠোঁটের দিকে আমার নজর ছিল না। ফর্সা মরালী গর্দানের ওপরে পিছলে যাওয়া ঘরের আলোর ঝলকানির ওপরে আমার নজর ছিল।
লজ্জাবতী ললুনা পুনরায় আমার চোখের দিকে তাকিয়ে বলল, “তুমি যাবে নাকি আমি চলে যাবো।”
আমি মাথা নাড়লাম, আমি যেন একটা স্বপ্নের ঘোরের মধ্যে, “না এই যাচ্ছি। তবে...” বলে একপা ওর দিকে এগিয়ে গেলাম।
তিতলি ডান হাত উঠিয়ে চড়ের ইশারা করে রান্না ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমিও বাথরুমে ঢুকে পড়লাম হাত মুখ ধুতে। জামা কাপড় ছেড়ে লাভ নেই, চা খেয়ে সুন্দরীকে বাড়িতে ছাড়তে যেতে হবে। বাথরুমে আয়নার সামনে দাঁড়ালেও চোখের মধ্যে তিতলির নধর দেহবল্লরির ছবি ছিল। ঢালাও রেশমি চুল ডান কাঁধের ওপর থেকে সামনের দিকে এনে ঢল নেমে এসেছে, মরালী গর্দান দেখে বুকের রক্ত ছলাত ছলাত করছে। শরীরের রক্ত ওই কামিজের পাশকাটা দিয়ে জঙ্ঘার দৃশ্য মনে পড়তেই কেমন যেন এলো পাথারি ছুটতে শুরু করে দিয়েছে। আমি চোখে মুখে জল দিয়ে চুপিসারে রান্না ঘরে উঁকি মেরে দেখলাম। কি সুন্দর ঘাড় দুলিয়ে সাড়া অঙ্গে ঢেউ তুলে মৃদু তালে নেচে নেচে চা বানাতে ব্যাস্ত রূপসী ললনা। মিষ্টি ঠোঁট জোড়া নড়ছে, জানি না কোন গান গুনগুনিয়ে গাইছিল। আমি ওর পেছনে এসে দাঁড়ালাম। আস্তে করে কোমরে হাত রাখতেই আমার বাহুডোরে চমকে উঠল ললনা।
মিষ্টি হেসে আমার কাঁধের ওপরে মাথা হেলিয়ে বলল, “ও তুমি এসে গেছ। চলো চা প্রায় হয়েই গেছে।”
আমার মাথা নেমে এলো প্রেয়সীর কাঁধের ওপরে। ফর্সা মসৃণ মরালী গর্দানে আলতো ঠোঁট ছুঁইয়ে বললাম, “তুমি ভীষণ মিষ্টি, তিতলি।”
আমার হাতের ওপরে হাত রেখে আমার বাহুপাশ নিজের দেহের চারপাশে আরো নিবিড় করে নিল তিতলি। মিহি কন্ঠে বলে ওঠে ললনা, “ওটা তোমার মনে হয়।”
আমার হাতের তালু ওর কামিজের ওপর দিয়েই ওর নরম তুলতুলে পেটের ওপরে চলে যায়। ওর চওড়া পিঠের সাথে আমি আমার ছাতি পিষে ধরলাম, ভারী নিতম্বের খাঁজে আমার উরুসন্ধি পিষে গেল। আমার আলিঙ্গন ধিরে ধিরে প্রেয়সীর নধর কোমল দেহবল্লরির চারপাশে বেড় দিয়ে জড়িয়ে ধরল। আমার মাথা নেমে এলো প্রেয়সীর মরালী গর্দানে। ফর্সা নরম তুলতুলে কানের লতি ঠোঁটের মধ্যে নিতেই বিড়ালের মতন মিউমিউ করে উঠল ললনা। গর্দানে আর কানের লতিতে উন্মাদের মতন চুমু খেতে শুরু করে দিলাম। ললনাকে না পেলে আমি মারা যাবো।
আমি ওর কানে কানে বললাম, “তিতলি, তোমায় ভীষণ ভাবেই ভালোবেসে ফেলেছি গো।”
চোখ বুজে আমার আদর খেতে খেতে মিহি কণ্ঠে বলল তিতলি, “আই লাভ ইউ আদি...”
আমার একটা হাত তিতলির পাঁজর ঘেঁষে কোমল সুগোল স্তনের নিচে চলে গেল, অন্য হাত দিয়ে তিতলির তলপেট চেপে ধরে তিতলির পিঠ, নিতম্ব আমার সামনের শরীরের সাথে মিলিয়ে নিলাম। প্যান্টের ভেতরে কঠিন হয়ে যাওয়া পুরুষাঙ্গ তিতলির কামিজের ওপর দিয়ে তিতলির কোমল সুগোল নিতম্বের খাঁজে চেপে ধরলাম। ঘাড় গর্দানে তীব্র প্রেমঘন চুম্বনের ফলে আর কামঘন কঠিন উত্তপ্ত লিঙ্গের ঘর্ষণের ফলে তিতলির দুই চোখ প্রেমাবেগে বন্ধ হয়ে গেল। আমার লাস্যময়ী তীব্র আকর্ষণীয় প্রেয়সী আমার কাঁধে মাথা হেলিয়ে আমার উষ্ণ শিক্ত চুমুর আনন্দ নিতে লাগল আর নরম একটা বিড়ালের মতন কুইকুই করতে শুরু করে দিল। তিতলি চোখ বন্ধ করে আমার দুই হাতের ওপরে হাত রেখে আমার আলিঙ্গন নিজের শরীরের চারদিকে আরও ঘন করে জড়িয়ে নিতে সাহায্য করল। আমার দুই হাত বিশাল সাপের মতন তিতলির নরম তুলতুলে লাস্যময়ী দেহের কাঠামোর ওপরে চেপে গেল। আমি বুঝতে পারলাম আমার লাস্যময়ী প্রেয়সী আমার কামঘন আলিঙ্গনে কামতপ্ত তাপে মোমের পুতুলের গলে যেতে শুরু করে দিয়েছে।
তিতলির কানের লতি চুষতে চুষতে বললাম, “তিতলি তুমি না অনেক সেক্সি, অনেক গরম।”
প্রেয়সী মিহি কুইকুই করে উঠল, “আর তুমি না ...অনেক দুষ্টু সোনা।”
আমার সাড়া শরীর জুড়ে দুরন্ত ফুটন্ত রক্ত তড়িৎ গতিতে বয়ে যেতে শুরু করে দিল। প্রেয়সীর পীনোন্নত স্তনের নিচে হাত নিয়ে আলতো করেই কোমল স্তনে চাপ দিলাম। কামিজ ফুঁড়ে ব্রা ফাটিয়ে তিতলির পীনোন্নত স্তন আমার ছোঁয়ায় ফেটে পরার যোগার হল। আমার কামোন্মাদ মাথার স্নায়ু সকল একসাথে চিৎকার করে উঠল, তোমার স্তন দুটো বেশ বড় বড় আর খুব নরম। টিপতে কচলাতে বেশ আরাম। কবে যে আমি তোমার ওই নরম দুধ গুলো মুখে নিয়ে চুষতে পারবো, আর তর সইছে না সোনা... না মুখে বলিনি জানি এটা এখুনি বললে মার খাবো।
আমি তিতলির মাথার পেছনে নাক ঘষে রেশমি চুলে মুখ ডুবিয়ে বললাম, “তোমার কালো ঘন এলো চুল গুলো বড় নরম আর সিল্কি গো। মাঝে মাঝে মনে হয়ে সারা দেহে জড়িয়ে থাকি তোমার চুল।”
তিতলির পদ্ম কুড়ির মতন নয়ন জোড়া মেলে আমাকে মিহি কন্ঠে জিজ্ঞেস করল, “আমার চুল তোমার ভালো লাগে?”
সায় দিয়ে বললাম, “হ্যাঁ”
তিতলি আমাকে বলল, “ওকে সোনা, এবার থেকে তুমি যা বলবে সেই মতন আমি চলব।”
আমি তিতলির কোমল সুগোল নিতম্বের খাঁজে আমার প্রকান্ড পুরুষাঙ্গ জোরে জোরে ঘষতে লাগলাম আর তিতলিকে চেপে ধরে ওর পিঠের সাথে নিজের বুক কোমর সব মিশিয়ে দিলাম। তিতলির নধর কামোদ্দীপক লাস্যময়ী দেহের উষ্ণতা কামিজ ভেদ করে আমার জামা ভেদ করে আমার গা পুড়িয়ে দিল। আমি তিতলির তলপেটের নিচের দিকে হাত নিয়ে গেলাম। কামিজের ওপর দিয়ে প্যান্টির কোমরে হাত রাখলাম। আমার দুষ্টু হাত আপনা থেকেই তিতলির উরুসন্ধি খুঁজে খুঁজে নামতে লাগলো। হটাত করেই তিতলি আমার হাতে নিজের তলপেটে চেপে ধরে আর এগোতে দিল না।
মিহি কন্ঠে বলে উঠল ললনা, “প্লিজ সোনা ছেড়ে দাও...” ওর শ্বাস ফুলছে, সেই সাথে ভীষণ ভাবেই দুই স্তন আন্দোলিত হয়ে চলেছে।
আমি তখন পাগল হয়ে গেছি, তিতলিকে না পেলে আমার মৃত্যু হয়ে যাবে, “এই একটু সোনা...”
আমি তিতলির তলপেটে আঙুল বেঁকিয়ে চেপে ধরে এক তাল নরম মাংস খাবলে ধরলাম আর ভারী নিতম্বের খাঁজে পুরুষাঙ্গের এক খোঁচা মারলাম। তিতলি চোখ বুজে আঁক করে উঠল আমার প্রকান্ড কঠিন পুরুষাঙ্গের ধাক্কা খেয়ে। তিতলির নধর কামোদ্দীপক দেহপল্লবে ধিরে ধিরে কাঁপুনি ধরছে। তিতলি আমার উরুসন্ধির দিকে দিকে নিটোল নিতম্ব উঁচিয়ে দিল, ঠোঁট জোড়া হাঁ হয়ে গেল আর শ্বাসের গতি বেড়ে গেল তিতলির। সেই সাথে আমি তিতলির ঘাড়ে ঠোঁট চেপে ধরলাম।
তিতলি চোখ বন্ধ করে আমার কাঁধের ওপরে মাথা হেলিয়ে মিহি কন্ঠে বলল, “উফফফফ সোনা আমার শরীরে কাঠ পিঁপড়ে কামড়াচ্ছে আদিইই... আমার পা জোড়া অবশ হয়ে আসছে সোনা... আমার কিছু একটা হচ্ছে সোনা... ”
লাস্যময়ী ললনা আমার প্রগাড় আলিঙ্গন পাশে বদ্ধ হয়ে থরথর করে কেঁপে উঠল। আমার অণ্ডকোষে প্রবল কামঝঞ্ঝা শুরু হয়ে গেল। আমি ভীষণ ভাবেই ক্ষেপা ষাঁড়ের মতন তিতলির সুগোল নরম নিতম্বের খাঁজে পুরুষাঙ্গ ঘষতে শুরু করে দিলাম, আর কানে কানে বললাম, “আমি আর থাকতে পারছি না... তিতলি...”
আমি আমার হাত তিতলির জঙ্ঘা মাঝে নিয়ে যেতেই কুহু রবে কোকিয়ে উঠল ললনা, “হাত দিও না প্লিজ...”
জিজ্ঞেস করলাম, “কি হয়েছে? একটু খানি সোনা...”
মাথা ঝাঁকিয়ে মিহি কণ্ঠে বলে উঠল ললনা, “পিরিওড চলছে গো... পাগলা... ”
কথাটা শুনে মাথায় কামাগ্নি আরো বেশি করে জ্বলে উঠল। জোর করেই কামজের ওপর দিয়েই ওর জানুসন্ধি চেপে ধরলাম। তপ্ত নারীত্বের দ্বারের ছোঁয়া পেতেই আমার সাড়া শরীর কামজ্বালাতে জ্বলে উঠল। হটাত করেই আমার কঠিন বাহুপাশে তিতলির তন্বী লাস্যময়ী দেহপল্লব কঠিন হয়ে গেল। আমার হাতের ওপরে হাত দিয়ে আমার আলিঙ্গন পাশ নিগের দেহের সাথে গভীর করে নিল। “উফফফফ... আদিইই...” লম্বা একটা মিহি শিক্তকারে রান্নাঘর ভরে উঠল। আমি ওর গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে চেপে ধরে সেই মিহি শীৎকার বন্ধ করে দিলাম। কামড়ে ধরল আমার ঠোঁট। ভলকে ভলকে আমার পুরুষাঙ্গের ডগা দিয়ে প্যান্টের ভেতরেই বীর্যপাত করে ফেললাম। ঠোঁটের সাথে ঠোঁট মিশে গেছে, দেহের সাথে দেহ। গ্যাসের ওপরে চায়ের জল ফুটতে ফুটতে শুকিয়ে গেছে এইদিকে দুই প্রেমকাতর কপোত কপোতী সব ভুলে নিজের আলিঙ্গপাশে আবদ্ধ হয়ে প্রেমের খেলায় শ্রান্ত হয়ে গেল।
আমার হাতের ওপরে হাত রেখে আলিঙ্গনপাশ নিবিড় করে নিয়ে বলল, “বাড়ি যেতে হবে সোনা।”
তিতলিকে ছাড়তে একদম ইচ্ছে করছিল না, তাও আলিঙ্গনপাশ একটু ঢিলে করে বললাম, “একটু আরো থাকো, প্লিজ...”
তিতলি ধিরে ধিরে আমার দিকে ফিরে তাকাল, চেহারায় ভীষণ এক লজ্জার ছাপ সেই সাথে দুই চোখে তৃপ্তির ছোঁয়া। আমার ছাতির ওপরে আলতো চাঁটি মেরে বলল লজ্জাবতী ললনা, “তুমি ভীষণ দুত্তু ছেলে...”
আমি ওর নাকের ডগায় নাকের ডগা ঘষে বললাম, “তুমি একটা দুত্তু মেয়ে...”
আমার গলা দুই হাতে জড়িয়ে ধরে বলল, “ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পরি, কিন্তু বাড়ি না ফিরলে কি করে হবে?”
আমি ওর চোখের তারায় নিজের প্রতিফলন দেখেতে পেয়ে আবেগের বশে হারিয়ে গেলাম। মিহি কন্ঠে বহুদুর থেকে তিতলির গলা শোনা গেল, “এই আদি...”
আমি ওর নাকের ওপরে নাকের ডগা ঘষে দিয়ে বললাম, “কি...”
স্মিত হাসি দিল তিতলি, “আমি একটু বাথরুম যাবো।”
আমি ওকে বললাম, “আমি কোলে করেই নিয়ে যাচ্ছি।”
বুকের ওপরে আলতো চাঁটি মেরে বলল, “ধ্যাত, তুমি না যাচ্ছেতাই।” তারপরে ফিসফিস করে বলল, “বললাম না আমার মাসিক চলছে। পুরো প্যান্টি ভিজে গেছে...” বলেই লজ্জায় আমার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল।
আমি হেসে ফেললাম ওর কথা শুনে, বললাম, “বাড়িতে শুধু তুমি আর আমি, তুমি জোরে বললেও এই কথা অন্য কেউ শুনতে পেত না।”
লজ্জায় আমার লজ্জাবতী আরো লাল হয়ে গেল, “ধ্যাত, এই ছাড়ো না প্লিজ।”
অগত্যা আমি আমার বাহুপাশ শিথিল করে দিলাম। গ্যাসের ওপরে ডেকচিতে দেখলাম, জল ফুটে ফুটে শুকিয়ে গেছে। আমি হেসে বললাম, “আমিও তারপরে যাবো।”
সাড়া অঙ্গে ঢেউ তুলে আমার বুকের মাঝে একটা শক্তি শেল বিঁধিয়ে হাসতে হাসতে বাথরুমে ঢুকে পড়ল তিতলি। অগত্যা আমি ওর অপেক্ষায় বসার ঘরে বসে রইলাম। বেশ কিছুপরে জামা কাপড় পরে তৈরি হয়ে বেড়িয়ে এলো। আমিও তারপরে বাথরুমে ঢুকে প্যান্ট জাঙ্গিয়া বদলে ফেললাম। আমি বাথরুম থেকে বের হতেই আমাকে টেনে নিয়ে গেল শোয়ার ঘরে। শোয়ার ঘরে ঢুকে দেখলাম আমার বিছানায় নতুন চাদর পাতা, বালিশের ওয়াড় বদলে গেছে। জানতাম না এই বিছানার চাদরের সাথে বালিশের ওয়াড় ও দেওয়া হয়।
আমাকে বলল তিতলি, “তোমার ওই চাদর দুটো অনেক পুরানো হয়ে গেছে তাই ওই দুটো আর পাতবে না। এই শনিবার কিছু টাকা তুলো, কিছু কেনা কাটা করার আছে।” আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার থুঁতনি ধরে বন্ধ করে বলল, “বাড়ির জিনিসেই খরচ করব রে বাবা।”
আমি ওকে জিজ্ঞেস করলাম, “কি কি কেনার আছে?”
আমার গলা জড়িয়ে ধরে বলল, “অনেক কিছুই, তবে এক সাথে নয়। ধিরে ধিরে কিনব। দুটো তোয়ালে কিনতে হবে, একটা তোমার একটা আমার। দুই তিনটে পাপোষ, আরো কিছু চাদর, দরজা জানালার পর্দা, রান্নাঘরের কিছু জিনিসপত্র।”
আমি ওকে জিজ্ঞেস করলাম, “তুমি কলেজ ছেড়ে পড়াশুনা ছেড়ে এই সব করবে নাকি?”
মাথা নাড়ল তিতলি, “কলেজে রোজদিন সব ক্লাস হয়না। আমি কলেজের পরে বাড়ি এসে যাবো। এই আজেকেই দেখো না, দুটো অনার্স ক্লাস হল তারপরে আর হল না। অনেকে ওদের বয়ফ্রেন্ডের সাথে বেড়িয়ে গেল, কেউ কেউ হেদুয়াতে বসে আড্ডা মারতে শুরু করে দিল, কেউ কেউ বাড়ি ফিরে গেল, আর আমিও আমার বাড়িতে চলে এলাম।”
আমি হেসে ফেললাম, “বেশ তো, নিজের বাড়ি নিজে থেকে সাজিয়ে নিও।”
তিতলি আমাকে বলল, “একা একা তো হবে না, দুইজনে মিলেই করতে হবে। তাই শনিবার যাবো শপিং করতে।”
ওর মুখে বাজার করার কথা শুনে আমার ভীষণ আনন্দ হয়েছিল। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম যে নিজের বাড়ি নিজে হাতে সাজাতে ভীষণ ভাবেই উদগ্রীব হয়ে পড়েছে। কাজিপাড়ার মোড়ে নামিয়ে দেওয়ার পরেও একটু দাঁড়িয়ে রইল তিতলি। আগে যেমন লজ্জা পেত, সেই লজ্জাভাব আর নেই। দেখে মনে হল এক ধাক্কায় অনেক পরিনত পরিপক্ক হয়ে উঠেছে ললনা।
অল্প হাত নাড়িয়ে আমাকে বলল, “সাবধানে যেও, আর হ্যাঁ...” আমার দিকে এগিয়ে এসে বলল কানের কাছে ফিসফিস করে বলল, “বাথরুমে একটা কালো প্লাস্টিকে আমার নোংরা প্যাড গুলো রাখা আছে। তুমি আবার ওইসব ধরতে যেও না, আমি পরে এসে ফেলে দেব।”
আমি কি আর সাবধানে থাকতে পারি। হৃদয়টা আটকে রয়ে গেল ওর ওই গোলাপি রসালো ঠোঁটের ওপরে কালো তিলের সাথে। শুধু মাত্র শরীরটাকে কোনমতে টানতে টানতে বাড়ি ফিরে এলাম। সেই রাতে নরম বিছানায় নতুন চাদরের ওপরে শুয়ে আর ঘুম এলো না, সব সময়ে শুধু এটাই মনে পড়ছিল যে দুপুরে এই বিছানায় তিতলি শুয়েছিল। এই বালিশে মাথা রেখেছিল। আমি বালিশটাকে আর মাথার নিচে দিলাম না, নাকের ওপরে চেপে বুকের মধ্যে আঁকরে ধরে সাড়া রাত নিঃসাড় হয়ে পরে রইলাম। মাঝরাতে নাকি তার ও বেশ পরে, ফোন বেজে উঠল ক্রিং ক্রিং, তারপরে একটু নিস্তব্ধতা নেমে এলো, তারপরে আবার সেই ক্রিং ক্রিং। বুক ভরে গেল এই দুই বারের ফোনের রিঙের শব্দে। জানালার ফাঁক দিয়ে দুর গগনের শত সহস্র তারার ঝিকিমিকির দিকে চেয়ে রইলাম। টুকরো টুকরো মেঘ আকাশে মনের আনন্দে বিচরন করছে। একটা মেঘের আকার দেখে মনে হল যেন একটা প্রজাপতি।
মনে মনে ওকে বললাম, “ওই দেখো তুমি উড়তে শিখে গেছ।”
উত্তর এলো আমার কানের পাশে, “শুধু তার জন্য, যে আমাকে উড়তে শিখিয়েছে...”
চমকে উঠলাম আমি, পরিষ্কার আমার প্রেয়সীর কন্ঠস্বর। তারপরে নিজেই হেসে ফেললাম, ধ্যাত। এই পঙক্তি উপহারের বইয়ের প্রথম পাতায় আমার প্রেয়সী লিখেছিল। বিছানা ছেড়ে উঠে পড়লাম, ওর দেওয়া বইটা পড়ে দেখা হয়নি। পড়তে শুরু করলাম সমরেশ মজুমদারের সাতকাহন। যদিও কোনদিন চা বাগানে যাইনি কিন্তু মানস চক্ষে দেখতে পেলাম, ছোট্ট দীপাকে। সেই দীপার লড়াই এই সমাজের সাথে। যদিও আমার তিতলির সাথে এই দীপার বিশেষ মিল নেই তাও দীপাবলিকে ভীষণ চেনা চেনা বলেই মনে হল। কিছুটা পড়ার পরে বুঝতে পারলাম তিতলি কেন আমাকে এই বইটা উপহার দিয়েছিল। ভয় কাটিয়ে ডানা মেলে উড়ে যাওয়ার কাহিনী। কেউ নিজে থেকে উড়তে শেখে আর কেউ নিজের ভালোবাসার হাত ধরে উড়তে শেখে।
ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনসডে। যত কচি-কাঁচা বুড়ো-হাবরা প্রেমের সাগরে ডুব মারে। সারা বছর কি করে জানি না তবে এই একটা দিনেই যেন ওদের সব প্রেম দেখাতে হয়। ফেব্রুয়ারির শুরু থেকেই পার্ক স্ট্রিট এস্প্লানেড চত্তর জমজমাট, চারদিকে লাল রঙের বেলুন নানান প্রেম মূলক উপহারে সাজানো।
সেদিন অফিসে ভীষণ চাপ। সকালে থেকে সাইট গুলোর ফাইল আসছে। কোন সাইটে কত ফ্লাট বিক্রি হল, কটা ফ্লাটের কি বাকি সব।
এমন সময়ে ফোন এলো তিতলির, “এই তুমি বিছানার চাদর গুলো কোথায় রেখেছ?”
আমি অবাক, “বিছানার চাদর? কিসের বিছানার চাদর?”
চিবিয়ে উত্তর এলো ললনার, “মরন, এই যে সেদিন গরিয়াহাটে কিনলাম সেইগুলো।”
আমি ওকে জিজ্ঞেস করলাম, “ওই গুলো তো আমার বাড়িতে।”
দাঁত কিরমির করে প্রশ্ন করল তিতলি, “হ্যাঁ বাড়িতেই থাকবে সেটা আমিও জানি। বাড়িতে কোথায়?”
আমি আরো অবাক, “সেটা তুমি জেনে কি করবে?”
অন্যপাশে তিতলির রাগ যেন আর কমে না, “তোমার বিছানায় একটা নোংরা চাদর পাতা। ছিঃ মানুষ থাকে নাকি?”
আমি পড়লাম আকাশ থেকে, “আমার বিছানায় নোংরা চাদর পাতা। তোমাকে কে বলল?”
চিবিয়ে উত্তর এলো ললনার, “মরন, আমি বললাম। তুমি বল আগে, সেই নতুন চাদর গুলো কোথায়?”
আমি আমতা আমতা করে উত্তর দিলাম, “আলমারিতে আছে।”
চিবিয়ে উত্তর আবার, “আলমারিতে কি ডিম পাড়ার জন্য রেখে দিয়েছ নাকি?”
এবারে আমার মাথা গরম হয়ে গেল, “তোমার কি দরকার আমি বিছানার চাদর কোথায় রেখেছি না রেখেছি।”
গম্ভির কন্ঠে উত্তর এলো রমণীর, “যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আলমারির চাবি কোথায়?”
আমার কিছুই বোধগম্য হল না, হটাত করে আমার বাড়ির আলমারির চাবির বিষয়ে তিতলির এত কৌতুহল কেন? আমি ওকে জিজ্ঞেস করলাম, “কি দরকার সেটা একটু বলবে কি?”
দাঁত কিরমির করে বলল, “এই নোংরা চাদরের ওপরে মানুষ শুতে পারে নাকি? ”
আমি ওর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম, “তুমি...”
ফিক করে হেসে ফেলল তিতলি, “হ্যাঁ, আমি বাড়িতে এসেছি। কলেজ ছিল না তাই।”
আমি হাসি চেপে ওকে বললাম, “তুমি না সত্যি পুরো পাগলি।”
জিজ্ঞেস করল তিতলি, “আলমারির চাবি কোথায় এবারে বল।”
আমি ওকে উত্তর দিলাম, “পড়ার টেবিলের ড্রয়ারে আছে।”
উত্তর এলো ললনার, “আচ্ছা... (একটু নিস্তব্দ) হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা শুনছো, পারলে একটু তাড়াতাড়ি এসো আমাকে বাড়িতে ফিরতে হবে। আর হ্যাঁ, এক কিলো চিনি নিয়ে এসো, পাঁচ’শ ছোলার ডাল, পারলে একটা নারকেল নিয়ে এসো।”
মাথা দুলিয়ে সায় দিয়ে বললাম, “যথাআজ্ঞা, এবারে আমি কি একটু কলুর বলদের মতন খাটতে পারি?”
হেসে ফেলল তিতলি, ফোনের মধ্যে থেকে একটা চুমু ছুঁড়ে দিয়ে কাতর কন্ঠে আবেদন করল, “প্লিজ তাড়াতাড়ি এসো, এক সাথে চা খাবো তারপরে তুমি আমাকে ছেড়ে আসবে।”
আমিও উত্তর দিলাম, “আচ্ছা।”
ফোন ছেড়ে মনে মনে হেসে ফেললাম। আমার ছোট ফ্লাটের রাজ্ঞীর আদেশ অমান্য করা অসম্ভব। সেদিন ওকে বাড়িতে পৌঁছে দিয়ে ওর হাতে যে অতিরিক্ত চাবিটা তুলে দিয়েছিলাম সেটা বেমালুম ভুলেই গেছিলাম। বারবার মানস চক্ষে তিতলিকে নিজের বাড়ির মধ্যে মনের আনন্দে নিশ্চিন্ত মনে নাচতে দেখলাম। কাজে আর মন বসলো না। কোনরকমে কাজ সেরে সাড়ে পাঁচটার মধ্যে অফিস থেকে বেড়িয়ে গেলাম। ফেরার পথে যথারীতি যা যা ফর্দ দিয়েছিল সেই চিনি, ডাল আর নারকেল কিনেই বাড়িতে ফিরলাম। আমার বাইকের আওয়াজ পেয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিল তিতলি। আমি গেট খুলে ভেতরে বাইক ঢুকানোর সময়ে চোখ তুলে বারান্দার দিকে তাকিয়ে দেখলাম। তিতলির চেহারায় অনাবিল আনন্দ ছটা বিচ্ছুরিত হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে দেখলাম আগে থেকেই দরজা খুলে দাঁড়িয়ে আমার প্রেয়সী। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে তিতলি আমার সামনে আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে।
আমায় দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করল, “এই কি হল? এমন ভাবে কি দেখছ?” ভীষণ ইচ্ছে হল জড়িয়ে ধরে একটা চুমু খাই। ওর দিকে ঝুঁকে পড়তেই একটা ঠেলা মেরে আমাকে সরিয়ে দিয়ে বলল, “যাও আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি ততক্ষনে চা বানাচ্ছি।”
আমার হাত থেকে অফিসের ব্যাগ আর বাকি জিনিস পত্রের থলে নিয়ে সুগোল নিতম্ব দুলিয়ে মুচকি মিষ্টি হাসি হেসে রান্নাঘরের দিকে চলে গেল। পরনে শুধু মাত্র কামিজ, সালোয়ার ছিল না নিচে। কামিজের চেরা থেকে তিতলির সুগোল ফর্সা নিতম্বের একটু দর্শন পেলাম, সেই সাথে নধর মসৃণ পরিপুষ্ট দুই ঊরু দর্শন পেয়ে শরীরে মাতন লেগে গেল। চাপা কামিজে তিতলির তীব্র আকর্ষণীয় দেহবল্লরি ফুটিয়ে তুলেছে আমার নষ্ট নজরের সামনে। চওড়া কাঁধ সরু হয়ে নেমে গেছে পাতলা কোমরে, ফুলে ওঠা দুই ভারী নিটোল নিতম্বের দুলুনি দেখে নেশা লেগে গেল। ভারী নিতম্বের নিচে পুরুষ্টু কদলী কাণ্ডের মতন জঙ্ঘা দুটো সরু হয়ে শেষ হয়ে গেছে গোল ফর্সা গোড়ালিতে। কামিজের ফাটল দিয়ে লুকোচুরি খেলছে নীল রঙের অন্তর্বাস। আমাকে ওই ভাবে ওর দিকে লোলুপ নজরে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জিত এবং সেই সাথে উত্তেজিত হয়ে উঠল ললনা।
আমার দিকে ডান হাতের তর্জনী তুলে শাসন করে বলল, “আগে বাথরুম, তারপরে চা তারপরে আমাকে ছাড়তে যাবে।”
যখন কথা বলছিল ওর ঠোঁটের দিকে আমার নজর ছিল না। ফর্সা মরালী গর্দানের ওপরে পিছলে যাওয়া ঘরের আলোর ঝলকানির ওপরে আমার নজর ছিল।
লজ্জাবতী ললুনা পুনরায় আমার চোখের দিকে তাকিয়ে বলল, “তুমি যাবে নাকি আমি চলে যাবো।”
আমি মাথা নাড়লাম, আমি যেন একটা স্বপ্নের ঘোরের মধ্যে, “না এই যাচ্ছি। তবে...” বলে একপা ওর দিকে এগিয়ে গেলাম।
তিতলি ডান হাত উঠিয়ে চড়ের ইশারা করে রান্না ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমিও বাথরুমে ঢুকে পড়লাম হাত মুখ ধুতে। জামা কাপড় ছেড়ে লাভ নেই, চা খেয়ে সুন্দরীকে বাড়িতে ছাড়তে যেতে হবে। বাথরুমে আয়নার সামনে দাঁড়ালেও চোখের মধ্যে তিতলির নধর দেহবল্লরির ছবি ছিল। ঢালাও রেশমি চুল ডান কাঁধের ওপর থেকে সামনের দিকে এনে ঢল নেমে এসেছে, মরালী গর্দান দেখে বুকের রক্ত ছলাত ছলাত করছে। শরীরের রক্ত ওই কামিজের পাশকাটা দিয়ে জঙ্ঘার দৃশ্য মনে পড়তেই কেমন যেন এলো পাথারি ছুটতে শুরু করে দিয়েছে। আমি চোখে মুখে জল দিয়ে চুপিসারে রান্না ঘরে উঁকি মেরে দেখলাম। কি সুন্দর ঘাড় দুলিয়ে সাড়া অঙ্গে ঢেউ তুলে মৃদু তালে নেচে নেচে চা বানাতে ব্যাস্ত রূপসী ললনা। মিষ্টি ঠোঁট জোড়া নড়ছে, জানি না কোন গান গুনগুনিয়ে গাইছিল। আমি ওর পেছনে এসে দাঁড়ালাম। আস্তে করে কোমরে হাত রাখতেই আমার বাহুডোরে চমকে উঠল ললনা।
মিষ্টি হেসে আমার কাঁধের ওপরে মাথা হেলিয়ে বলল, “ও তুমি এসে গেছ। চলো চা প্রায় হয়েই গেছে।”
আমার মাথা নেমে এলো প্রেয়সীর কাঁধের ওপরে। ফর্সা মসৃণ মরালী গর্দানে আলতো ঠোঁট ছুঁইয়ে বললাম, “তুমি ভীষণ মিষ্টি, তিতলি।”
আমার হাতের ওপরে হাত রেখে আমার বাহুপাশ নিজের দেহের চারপাশে আরো নিবিড় করে নিল তিতলি। মিহি কন্ঠে বলে ওঠে ললনা, “ওটা তোমার মনে হয়।”
আমার হাতের তালু ওর কামিজের ওপর দিয়েই ওর নরম তুলতুলে পেটের ওপরে চলে যায়। ওর চওড়া পিঠের সাথে আমি আমার ছাতি পিষে ধরলাম, ভারী নিতম্বের খাঁজে আমার উরুসন্ধি পিষে গেল। আমার আলিঙ্গন ধিরে ধিরে প্রেয়সীর নধর কোমল দেহবল্লরির চারপাশে বেড় দিয়ে জড়িয়ে ধরল। আমার মাথা নেমে এলো প্রেয়সীর মরালী গর্দানে। ফর্সা নরম তুলতুলে কানের লতি ঠোঁটের মধ্যে নিতেই বিড়ালের মতন মিউমিউ করে উঠল ললনা। গর্দানে আর কানের লতিতে উন্মাদের মতন চুমু খেতে শুরু করে দিলাম। ললনাকে না পেলে আমি মারা যাবো।
আমি ওর কানে কানে বললাম, “তিতলি, তোমায় ভীষণ ভাবেই ভালোবেসে ফেলেছি গো।”
চোখ বুজে আমার আদর খেতে খেতে মিহি কণ্ঠে বলল তিতলি, “আই লাভ ইউ আদি...”
আমার একটা হাত তিতলির পাঁজর ঘেঁষে কোমল সুগোল স্তনের নিচে চলে গেল, অন্য হাত দিয়ে তিতলির তলপেট চেপে ধরে তিতলির পিঠ, নিতম্ব আমার সামনের শরীরের সাথে মিলিয়ে নিলাম। প্যান্টের ভেতরে কঠিন হয়ে যাওয়া পুরুষাঙ্গ তিতলির কামিজের ওপর দিয়ে তিতলির কোমল সুগোল নিতম্বের খাঁজে চেপে ধরলাম। ঘাড় গর্দানে তীব্র প্রেমঘন চুম্বনের ফলে আর কামঘন কঠিন উত্তপ্ত লিঙ্গের ঘর্ষণের ফলে তিতলির দুই চোখ প্রেমাবেগে বন্ধ হয়ে গেল। আমার লাস্যময়ী তীব্র আকর্ষণীয় প্রেয়সী আমার কাঁধে মাথা হেলিয়ে আমার উষ্ণ শিক্ত চুমুর আনন্দ নিতে লাগল আর নরম একটা বিড়ালের মতন কুইকুই করতে শুরু করে দিল। তিতলি চোখ বন্ধ করে আমার দুই হাতের ওপরে হাত রেখে আমার আলিঙ্গন নিজের শরীরের চারদিকে আরও ঘন করে জড়িয়ে নিতে সাহায্য করল। আমার দুই হাত বিশাল সাপের মতন তিতলির নরম তুলতুলে লাস্যময়ী দেহের কাঠামোর ওপরে চেপে গেল। আমি বুঝতে পারলাম আমার লাস্যময়ী প্রেয়সী আমার কামঘন আলিঙ্গনে কামতপ্ত তাপে মোমের পুতুলের গলে যেতে শুরু করে দিয়েছে।
তিতলির কানের লতি চুষতে চুষতে বললাম, “তিতলি তুমি না অনেক সেক্সি, অনেক গরম।”
প্রেয়সী মিহি কুইকুই করে উঠল, “আর তুমি না ...অনেক দুষ্টু সোনা।”
আমার সাড়া শরীর জুড়ে দুরন্ত ফুটন্ত রক্ত তড়িৎ গতিতে বয়ে যেতে শুরু করে দিল। প্রেয়সীর পীনোন্নত স্তনের নিচে হাত নিয়ে আলতো করেই কোমল স্তনে চাপ দিলাম। কামিজ ফুঁড়ে ব্রা ফাটিয়ে তিতলির পীনোন্নত স্তন আমার ছোঁয়ায় ফেটে পরার যোগার হল। আমার কামোন্মাদ মাথার স্নায়ু সকল একসাথে চিৎকার করে উঠল, তোমার স্তন দুটো বেশ বড় বড় আর খুব নরম। টিপতে কচলাতে বেশ আরাম। কবে যে আমি তোমার ওই নরম দুধ গুলো মুখে নিয়ে চুষতে পারবো, আর তর সইছে না সোনা... না মুখে বলিনি জানি এটা এখুনি বললে মার খাবো।
আমি তিতলির মাথার পেছনে নাক ঘষে রেশমি চুলে মুখ ডুবিয়ে বললাম, “তোমার কালো ঘন এলো চুল গুলো বড় নরম আর সিল্কি গো। মাঝে মাঝে মনে হয়ে সারা দেহে জড়িয়ে থাকি তোমার চুল।”
তিতলির পদ্ম কুড়ির মতন নয়ন জোড়া মেলে আমাকে মিহি কন্ঠে জিজ্ঞেস করল, “আমার চুল তোমার ভালো লাগে?”
সায় দিয়ে বললাম, “হ্যাঁ”
তিতলি আমাকে বলল, “ওকে সোনা, এবার থেকে তুমি যা বলবে সেই মতন আমি চলব।”
আমি তিতলির কোমল সুগোল নিতম্বের খাঁজে আমার প্রকান্ড পুরুষাঙ্গ জোরে জোরে ঘষতে লাগলাম আর তিতলিকে চেপে ধরে ওর পিঠের সাথে নিজের বুক কোমর সব মিশিয়ে দিলাম। তিতলির নধর কামোদ্দীপক লাস্যময়ী দেহের উষ্ণতা কামিজ ভেদ করে আমার জামা ভেদ করে আমার গা পুড়িয়ে দিল। আমি তিতলির তলপেটের নিচের দিকে হাত নিয়ে গেলাম। কামিজের ওপর দিয়ে প্যান্টির কোমরে হাত রাখলাম। আমার দুষ্টু হাত আপনা থেকেই তিতলির উরুসন্ধি খুঁজে খুঁজে নামতে লাগলো। হটাত করেই তিতলি আমার হাতে নিজের তলপেটে চেপে ধরে আর এগোতে দিল না।
মিহি কন্ঠে বলে উঠল ললনা, “প্লিজ সোনা ছেড়ে দাও...” ওর শ্বাস ফুলছে, সেই সাথে ভীষণ ভাবেই দুই স্তন আন্দোলিত হয়ে চলেছে।
আমি তখন পাগল হয়ে গেছি, তিতলিকে না পেলে আমার মৃত্যু হয়ে যাবে, “এই একটু সোনা...”
আমি তিতলির তলপেটে আঙুল বেঁকিয়ে চেপে ধরে এক তাল নরম মাংস খাবলে ধরলাম আর ভারী নিতম্বের খাঁজে পুরুষাঙ্গের এক খোঁচা মারলাম। তিতলি চোখ বুজে আঁক করে উঠল আমার প্রকান্ড কঠিন পুরুষাঙ্গের ধাক্কা খেয়ে। তিতলির নধর কামোদ্দীপক দেহপল্লবে ধিরে ধিরে কাঁপুনি ধরছে। তিতলি আমার উরুসন্ধির দিকে দিকে নিটোল নিতম্ব উঁচিয়ে দিল, ঠোঁট জোড়া হাঁ হয়ে গেল আর শ্বাসের গতি বেড়ে গেল তিতলির। সেই সাথে আমি তিতলির ঘাড়ে ঠোঁট চেপে ধরলাম।
তিতলি চোখ বন্ধ করে আমার কাঁধের ওপরে মাথা হেলিয়ে মিহি কন্ঠে বলল, “উফফফফ সোনা আমার শরীরে কাঠ পিঁপড়ে কামড়াচ্ছে আদিইই... আমার পা জোড়া অবশ হয়ে আসছে সোনা... আমার কিছু একটা হচ্ছে সোনা... ”
লাস্যময়ী ললনা আমার প্রগাড় আলিঙ্গন পাশে বদ্ধ হয়ে থরথর করে কেঁপে উঠল। আমার অণ্ডকোষে প্রবল কামঝঞ্ঝা শুরু হয়ে গেল। আমি ভীষণ ভাবেই ক্ষেপা ষাঁড়ের মতন তিতলির সুগোল নরম নিতম্বের খাঁজে পুরুষাঙ্গ ঘষতে শুরু করে দিলাম, আর কানে কানে বললাম, “আমি আর থাকতে পারছি না... তিতলি...”
আমি আমার হাত তিতলির জঙ্ঘা মাঝে নিয়ে যেতেই কুহু রবে কোকিয়ে উঠল ললনা, “হাত দিও না প্লিজ...”
জিজ্ঞেস করলাম, “কি হয়েছে? একটু খানি সোনা...”
মাথা ঝাঁকিয়ে মিহি কণ্ঠে বলে উঠল ললনা, “পিরিওড চলছে গো... পাগলা... ”
কথাটা শুনে মাথায় কামাগ্নি আরো বেশি করে জ্বলে উঠল। জোর করেই কামজের ওপর দিয়েই ওর জানুসন্ধি চেপে ধরলাম। তপ্ত নারীত্বের দ্বারের ছোঁয়া পেতেই আমার সাড়া শরীর কামজ্বালাতে জ্বলে উঠল। হটাত করেই আমার কঠিন বাহুপাশে তিতলির তন্বী লাস্যময়ী দেহপল্লব কঠিন হয়ে গেল। আমার হাতের ওপরে হাত দিয়ে আমার আলিঙ্গন পাশ নিগের দেহের সাথে গভীর করে নিল। “উফফফফ... আদিইই...” লম্বা একটা মিহি শিক্তকারে রান্নাঘর ভরে উঠল। আমি ওর গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে চেপে ধরে সেই মিহি শীৎকার বন্ধ করে দিলাম। কামড়ে ধরল আমার ঠোঁট। ভলকে ভলকে আমার পুরুষাঙ্গের ডগা দিয়ে প্যান্টের ভেতরেই বীর্যপাত করে ফেললাম। ঠোঁটের সাথে ঠোঁট মিশে গেছে, দেহের সাথে দেহ। গ্যাসের ওপরে চায়ের জল ফুটতে ফুটতে শুকিয়ে গেছে এইদিকে দুই প্রেমকাতর কপোত কপোতী সব ভুলে নিজের আলিঙ্গপাশে আবদ্ধ হয়ে প্রেমের খেলায় শ্রান্ত হয়ে গেল।
আমার হাতের ওপরে হাত রেখে আলিঙ্গনপাশ নিবিড় করে নিয়ে বলল, “বাড়ি যেতে হবে সোনা।”
তিতলিকে ছাড়তে একদম ইচ্ছে করছিল না, তাও আলিঙ্গনপাশ একটু ঢিলে করে বললাম, “একটু আরো থাকো, প্লিজ...”
তিতলি ধিরে ধিরে আমার দিকে ফিরে তাকাল, চেহারায় ভীষণ এক লজ্জার ছাপ সেই সাথে দুই চোখে তৃপ্তির ছোঁয়া। আমার ছাতির ওপরে আলতো চাঁটি মেরে বলল লজ্জাবতী ললনা, “তুমি ভীষণ দুত্তু ছেলে...”
আমি ওর নাকের ডগায় নাকের ডগা ঘষে বললাম, “তুমি একটা দুত্তু মেয়ে...”
আমার গলা দুই হাতে জড়িয়ে ধরে বলল, “ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পরি, কিন্তু বাড়ি না ফিরলে কি করে হবে?”
আমি ওর চোখের তারায় নিজের প্রতিফলন দেখেতে পেয়ে আবেগের বশে হারিয়ে গেলাম। মিহি কন্ঠে বহুদুর থেকে তিতলির গলা শোনা গেল, “এই আদি...”
আমি ওর নাকের ওপরে নাকের ডগা ঘষে দিয়ে বললাম, “কি...”
স্মিত হাসি দিল তিতলি, “আমি একটু বাথরুম যাবো।”
আমি ওকে বললাম, “আমি কোলে করেই নিয়ে যাচ্ছি।”
বুকের ওপরে আলতো চাঁটি মেরে বলল, “ধ্যাত, তুমি না যাচ্ছেতাই।” তারপরে ফিসফিস করে বলল, “বললাম না আমার মাসিক চলছে। পুরো প্যান্টি ভিজে গেছে...” বলেই লজ্জায় আমার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল।
আমি হেসে ফেললাম ওর কথা শুনে, বললাম, “বাড়িতে শুধু তুমি আর আমি, তুমি জোরে বললেও এই কথা অন্য কেউ শুনতে পেত না।”
লজ্জায় আমার লজ্জাবতী আরো লাল হয়ে গেল, “ধ্যাত, এই ছাড়ো না প্লিজ।”
অগত্যা আমি আমার বাহুপাশ শিথিল করে দিলাম। গ্যাসের ওপরে ডেকচিতে দেখলাম, জল ফুটে ফুটে শুকিয়ে গেছে। আমি হেসে বললাম, “আমিও তারপরে যাবো।”
সাড়া অঙ্গে ঢেউ তুলে আমার বুকের মাঝে একটা শক্তি শেল বিঁধিয়ে হাসতে হাসতে বাথরুমে ঢুকে পড়ল তিতলি। অগত্যা আমি ওর অপেক্ষায় বসার ঘরে বসে রইলাম। বেশ কিছুপরে জামা কাপড় পরে তৈরি হয়ে বেড়িয়ে এলো। আমিও তারপরে বাথরুমে ঢুকে প্যান্ট জাঙ্গিয়া বদলে ফেললাম। আমি বাথরুম থেকে বের হতেই আমাকে টেনে নিয়ে গেল শোয়ার ঘরে। শোয়ার ঘরে ঢুকে দেখলাম আমার বিছানায় নতুন চাদর পাতা, বালিশের ওয়াড় বদলে গেছে। জানতাম না এই বিছানার চাদরের সাথে বালিশের ওয়াড় ও দেওয়া হয়।
আমাকে বলল তিতলি, “তোমার ওই চাদর দুটো অনেক পুরানো হয়ে গেছে তাই ওই দুটো আর পাতবে না। এই শনিবার কিছু টাকা তুলো, কিছু কেনা কাটা করার আছে।” আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার থুঁতনি ধরে বন্ধ করে বলল, “বাড়ির জিনিসেই খরচ করব রে বাবা।”
আমি ওকে জিজ্ঞেস করলাম, “কি কি কেনার আছে?”
আমার গলা জড়িয়ে ধরে বলল, “অনেক কিছুই, তবে এক সাথে নয়। ধিরে ধিরে কিনব। দুটো তোয়ালে কিনতে হবে, একটা তোমার একটা আমার। দুই তিনটে পাপোষ, আরো কিছু চাদর, দরজা জানালার পর্দা, রান্নাঘরের কিছু জিনিসপত্র।”
আমি ওকে জিজ্ঞেস করলাম, “তুমি কলেজ ছেড়ে পড়াশুনা ছেড়ে এই সব করবে নাকি?”
মাথা নাড়ল তিতলি, “কলেজে রোজদিন সব ক্লাস হয়না। আমি কলেজের পরে বাড়ি এসে যাবো। এই আজেকেই দেখো না, দুটো অনার্স ক্লাস হল তারপরে আর হল না। অনেকে ওদের বয়ফ্রেন্ডের সাথে বেড়িয়ে গেল, কেউ কেউ হেদুয়াতে বসে আড্ডা মারতে শুরু করে দিল, কেউ কেউ বাড়ি ফিরে গেল, আর আমিও আমার বাড়িতে চলে এলাম।”
আমি হেসে ফেললাম, “বেশ তো, নিজের বাড়ি নিজে থেকে সাজিয়ে নিও।”
তিতলি আমাকে বলল, “একা একা তো হবে না, দুইজনে মিলেই করতে হবে। তাই শনিবার যাবো শপিং করতে।”
ওর মুখে বাজার করার কথা শুনে আমার ভীষণ আনন্দ হয়েছিল। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম যে নিজের বাড়ি নিজে হাতে সাজাতে ভীষণ ভাবেই উদগ্রীব হয়ে পড়েছে। কাজিপাড়ার মোড়ে নামিয়ে দেওয়ার পরেও একটু দাঁড়িয়ে রইল তিতলি। আগে যেমন লজ্জা পেত, সেই লজ্জাভাব আর নেই। দেখে মনে হল এক ধাক্কায় অনেক পরিনত পরিপক্ক হয়ে উঠেছে ললনা।
অল্প হাত নাড়িয়ে আমাকে বলল, “সাবধানে যেও, আর হ্যাঁ...” আমার দিকে এগিয়ে এসে বলল কানের কাছে ফিসফিস করে বলল, “বাথরুমে একটা কালো প্লাস্টিকে আমার নোংরা প্যাড গুলো রাখা আছে। তুমি আবার ওইসব ধরতে যেও না, আমি পরে এসে ফেলে দেব।”
আমি কি আর সাবধানে থাকতে পারি। হৃদয়টা আটকে রয়ে গেল ওর ওই গোলাপি রসালো ঠোঁটের ওপরে কালো তিলের সাথে। শুধু মাত্র শরীরটাকে কোনমতে টানতে টানতে বাড়ি ফিরে এলাম। সেই রাতে নরম বিছানায় নতুন চাদরের ওপরে শুয়ে আর ঘুম এলো না, সব সময়ে শুধু এটাই মনে পড়ছিল যে দুপুরে এই বিছানায় তিতলি শুয়েছিল। এই বালিশে মাথা রেখেছিল। আমি বালিশটাকে আর মাথার নিচে দিলাম না, নাকের ওপরে চেপে বুকের মধ্যে আঁকরে ধরে সাড়া রাত নিঃসাড় হয়ে পরে রইলাম। মাঝরাতে নাকি তার ও বেশ পরে, ফোন বেজে উঠল ক্রিং ক্রিং, তারপরে একটু নিস্তব্ধতা নেমে এলো, তারপরে আবার সেই ক্রিং ক্রিং। বুক ভরে গেল এই দুই বারের ফোনের রিঙের শব্দে। জানালার ফাঁক দিয়ে দুর গগনের শত সহস্র তারার ঝিকিমিকির দিকে চেয়ে রইলাম। টুকরো টুকরো মেঘ আকাশে মনের আনন্দে বিচরন করছে। একটা মেঘের আকার দেখে মনে হল যেন একটা প্রজাপতি।
মনে মনে ওকে বললাম, “ওই দেখো তুমি উড়তে শিখে গেছ।”
উত্তর এলো আমার কানের পাশে, “শুধু তার জন্য, যে আমাকে উড়তে শিখিয়েছে...”
চমকে উঠলাম আমি, পরিষ্কার আমার প্রেয়সীর কন্ঠস্বর। তারপরে নিজেই হেসে ফেললাম, ধ্যাত। এই পঙক্তি উপহারের বইয়ের প্রথম পাতায় আমার প্রেয়সী লিখেছিল। বিছানা ছেড়ে উঠে পড়লাম, ওর দেওয়া বইটা পড়ে দেখা হয়নি। পড়তে শুরু করলাম সমরেশ মজুমদারের সাতকাহন। যদিও কোনদিন চা বাগানে যাইনি কিন্তু মানস চক্ষে দেখতে পেলাম, ছোট্ট দীপাকে। সেই দীপার লড়াই এই সমাজের সাথে। যদিও আমার তিতলির সাথে এই দীপার বিশেষ মিল নেই তাও দীপাবলিকে ভীষণ চেনা চেনা বলেই মনে হল। কিছুটা পড়ার পরে বুঝতে পারলাম তিতলি কেন আমাকে এই বইটা উপহার দিয়েছিল। ভয় কাটিয়ে ডানা মেলে উড়ে যাওয়ার কাহিনী। কেউ নিজে থেকে উড়তে শেখে আর কেউ নিজের ভালোবাসার হাত ধরে উড়তে শেখে।