29-01-2021, 04:03 PM
(29-01-2021, 05:44 AM)TumiJeAmar Wrote: তোমার গল্প যে অন্যরকম হবে সেটা নতুন নয়।
তোমার গল্পের বাঁধুনি, ভাষা, শব্দ চয়ন সুন্দর হবে সেটাও নতুন কিছু নয়।
নতুন হল চন্দ্রকান্তা চরিত্রটি। এইরকম লেডি টারজান বা কিরণ বেদী টাইপের মেয়ে বা মহিলা ইরোটিক সাহিত্যে খুব কমই দেখেছি। তারপর নাম টা আবার অসমাপ্ত জনপ্রিয় টিভি সিরিয়ালের। তার ডাক নাম আরেক বিপরীতধর্মী তিতাস। সুতরাং চাতক পাখির মত চেয়ে থাকবো তোমার গল্পের জন্য।
এবার সমালোচনা, কারণ বাঙালী সমালোচনা না করলে ঠাকুর পাপ দেয়।
শুরুতেই লিখেছো "দামী মার্সিডিজ গাড়ি"।
মার্সিডিজ কখনোই সস্তা হয় না। তাই ব্যাকরণ গত ভাবে "দামী" শব্দটা বাহুল্য। শুধু মার্সিডিজ গাড়ি লেখাই যথেষ্ট।
আর ওর বয়স বোঝাতে লিখেছো "37 রজনী পার করেছে দেখে বোঝা যায় না"।
রজনী মানে রাত। মাত্র 37 রাত বয়স !!
পরে অবশ্য 36 টি বসন্ত লিখেছো।
পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
ঠিক বলেছ, পরনিন্দা পরচর্চা না করলে বাঙ্গালীর ভাত হজম হবে না! একটু সমালোচনা করা দরকার! আমারও অনেক কিছুই মাথায় এসেছিল লেখার তবে যেহেতু প্রথম কমেন্ট আমার ছিল তাই আমি আর সেই সমালোচনার পথে যাইনি! দরকার পড়লে করব !!!!!!