28-01-2021, 01:34 PM
(28-01-2021, 10:50 AM)ddey333 Wrote: পিনুদা , দুঃখিত আমি গত দু দিন শরীর খারাপ নিয়ে বিছানায় পড়েছিলাম , কোনো মন্ত্যব্য দিতে পারিনি এখানে ....
কাহিনী তো বেশ এগিয়েছে , দাদা বৌদির সঙ্গে আলাপ পরিচয় হলো তিতলির ... এখন অবধি ঠিক চলছে ,
ওর মার সঙ্গেও আদির আগেই পরিচয় হয়েছিল ...
কিন্তু এখন অবধি অনুষ্কার বাবা আর কাকা এই দুটো চরিত্রের কোনো দেখা পাওয়া যায়নি , শুধু অনির্বানের মুখে শোনা যে টুকু ওনাদের ব্যাপারে ..
চিন্তায় আছি , কখন কোন দিক দিয়ে কি বিপদ এসে হামলে পড়ে...
অনুস্কার বাবা কাকার সাথে আদির দেখা হয়নি তাই এখন তাদের গল্প এই গল্পে আসেনি! আদির দৃষ্টিভঙ্গি নিয়েই গল্প লেখা, তাই তাদের সাথে যখন দেখা হবে তখন ওদের কথা জানা যাবে! আদি আর তিতলিকে নিজদের মধ্যে থাকতে দাও, ভবিষ্যতের কথা কে জানে! হয়ত এই মধুর স্মৃতি বুকে করেই এগিয়ে যাওয়া যাক! এখন ওদের প্রেমে ডুবে থাকতে দাও !!!!!!