28-01-2021, 01:28 PM
(27-01-2021, 10:49 PM)Suntzu Wrote: আনপ্রেডিক্টিবল স্টার্ট। কোথায় জল কোথায় গড়াবে প্রথম পর্ব পড়ে অনুমান করলে ভুল হবে।
সচরাচর গল্পের মতো এটা অনেকটা ভিন্ন হবে আশাকরি। চন্দ্রকান্তার জীবনরহস্য হতে পারে ট্র্যাজিক বা হ্যাপি এন্ডিং গল্পের ভেতরে প্রবেশ করলে রোলার কোস্টার রাইডে চড়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। এর আগে সাইটে আপনার লেখা চারটা গল্প পেয়েছিলাম প্রত্যেকটি আপনার লেখা শেষ করার পরে পড়া। অ-সুখ থেকে জন্মদিনের উপহার গল্পগুলোর মধ্যে আলাদা প্লট,আলাদা সিচুয়েশন, চরিত্রদের মধ্যে আলাদা রিলেইশন ছিল।
এটাও আপনার বাকিসব গল্পগুলোর মতো উপভোগ করবো❤️
চেষ্টা করি... ওই আরকি... যতটা সম্ভব গল্পকে একটু ভিন্ন স্বাদ আর যৌনতার মোড়কে উপস্থাপনা করা যায়, তারই... তাই তো আমার গল্প আর পাঁচটা গতানুগতিকার ছোঁয়ার থেকে একটু আলাদা, কিছুটা ভিন্ন রেখে সব কটিতেই একটা এক্সপেরিমেন্ট করার প্রচেষ্টা আর কি... তবে সর্বমূলে কিন্তু সেই যৌন সাহিত্যই...
তবে এতে যদি পর্দার পেছনে থাকা ব্যক্তিকে সামনে এনে দুই একটা মন্তব্য পাওয়া যায়, সেটাই বা কম কিসের... এই টুকুই তো চাই আমরা... এই ছোট খাটো ব্লগ লেখকেরা... এটাই আমাদের সান্মানিক, এটাই আমাদের কৃতকার্যতা... এতেই আমরা সন্মানিত, আনন্দিত...
আশা করি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবো... সাথে থাকবেন, ভালো থাকবেন...