27-01-2021, 07:23 PM
(27-01-2021, 11:22 AM)bourses Wrote: একি গল্প? নাকি প্রেমের বাস্তব নথি? কারুর ফেলে আসা দিনের, আবার কারুর জীবনের চলার পথের পাথেয়র মত শার্শির সন্মুখের দাঁড় করিয়ে দিয়ে কল্পনার চলচ্ছবির চালচিত্র?
তোমার প্রেমের তুলির টানে ভাসি যে স্বপ্ন ভেলায়...
তুমি হে সুন্দরীতমা,
নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো
'এই আকাশ আমার'
কিন্তু নীল আকাশ কোন উত্তর দেবে না।
সন্ধ্যে বেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো,
'ফুল, তুই আমার'
তবু ফুল থাকবে নীরবে,
নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।
জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে,
'এ জ্যোৎস্না আমার'
কিন্তু, চাঁদিনী থাকবে নিরুত্তর।
মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, -'তুমি একান্ত আমার'
কি করে থাকবো আমি নির্বাক?
"তারায়-তারায় রটিয়ে দেবো,
আমি তোমার, তুমি আমার"।
গল্প কথা তো বাস্তবের একটা চিত্র মাত্র, অনেকের গল্প গাছে চড়ে আমি চেষ্টা করি গাছ থেকে মাটিতে নামাতে! যতদূর সম্ভব! তিতলি অন্য কারুর কাছে না হোক, একজন এই তিতলিকে পেয়ে পাগল হয়ে গেছে, সেটা আর নতুন করে বলতে হবে না ! তোমার ভালো লেগেছে এটাও আমার পক্ষে অনেক বড় !!!!!!!