27-01-2021, 07:18 PM
(26-01-2021, 11:37 PM)Mr Fantastic Wrote: সুন্দরী, কলকলিয়ে কথার খই ফোটানো তোতাপাখির সাথে রূপসী লাজুক তিতলির দারুণ জমে গেছে তাহলে ! আসলে শুধু রূপে নয়, দুই সুন্দরীর মনটাও খুব সুন্দর । তিতলি অন্তর্মুখী হলেও পছন্দের মানুষদের সাথে ভালো মিশুকে । আর কেনাকাটার ব্যাপার তো মেয়েদের রক্তে, ওটা না শেখালেও ওরা পারদর্শী শপিংয়ে তবে হোঁতকা ব্যাটা খুব একটা খুশি নয় এতে মনে হচ্ছে
তা সত্যি কথা, প্রথমবার বাজারে বেরিয়েও মেয়েরা ঠিক জানে ওদের কি দরকার নয়, তাই দরদাম করা, একটা জিনিস কিনতে এসে দশটা দোকান ঘুরে ঘুরে প্রায় একশটা জিনিস নাড়া চাড়া করে দেখে তবেই কিনবে! পাঁচ মিনিটের কেনাকাটা অন্তত পাঁচ ঘন্টা না লাগালে ওদের শপিং করা বৃথা! তবে এখানে হোঁৎকার বিষয়ে এখুনি কিছু বলা মুশকিল হয়ে যাচ্ছে! তোতাপাখি আছে তাও... কে জানে কোথায় কি ভাবে কে লেঙ্গি মারে !!!!!!
Reps Added +1