27-01-2021, 06:40 PM
(26-01-2021, 09:08 PM)fahunk Wrote: দুঃখজনক বেপার। এতদিন যে পাঠকের উৎসাহে লিখছিলেন তা বলতে পারছি না।তবে আপনার এই জিনিসটা খুব ভালো লাগে।নিজের জন্য লেখেন আপনি।এখন পাঠকের চাহিদা ব্যাপারটাকে অজুহাত বলেই মনে হচ্ছে।ভুল হলে ক্ষমা প্রার্থী। আপনার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি।আবার আগুন ঝরুক আপনার লেখাতে,,হয়তো নতুন কোনো অধ্যায়ের সূচনায়।
না না , লিখবো তো অবশ্যই । আমার এই ঘটনা বা দুর্ঘটনাবহুল ''একক-জীবনে'' - একাকী নয় কিন্তু - যা সব দেখেছি বা প্রায়-আত্মপ্রতিমদের মুখে যা - আঁখো দেখা হাল - শুনেছি সেসব শেয়ার তো করবোই । এই থামা বোধহয় চলারই প্রস্তুতি । লং জাম্পের আগে অনেকখানি পিছিয়ে যাওয়া । ভাল থাকবেন । সালাম ।