25-01-2021, 06:52 PM
গল্পটা পড়লাম। প্রথমে ভাবলাম রাস্তার কোন এক নাম না জানা শিশুর গল্প হবে। কারন আপনি বলেছেন এটা ছোট দের গল্প। কিন্তু আমার মনে হয় এটা মানবিকতার গল্প। নিরীহ অবলা জীব দের মনুষ্য জগত কোন দৃষ্টি ভঙ্গিতে দেখে তার গল্প। সত্যই আপনার এই গল্পটা যে'ই পড়বেন তার নিজেকে অন্তত একবার ধিক্কার জানাতে ইছা করবে। কারন আমরা হামেশায় ভোলার মতো নিরীহ জীব দের উপর অত্যাচার করে থাকি জ্ঞানত ,অজ্ঞানত ।
এই গল্পের মাধ্যমে আপনি মানুষের চোখে আঙ্গুল তুলে দেখিয়েছেন যে ভুল করছে তারা।
প্রকৃতির কি নিয়ম । ভাবতেই অবাক লাগে মানুষের উচ্ছিষ্ট ভোজন করার জন্য এদের সৃষ্টি হয়েছে। অথবা মানুষ তাদেরকে নিজের উচ্ছিষ্ট ভোজনকারী বানিয়ে ফেলেছে। বল পূর্বক অথবা দর্পের জোরে।
অশেষ ধন্যবাদ বাবান দা। এমন গল্প উপহার দেওয়ার জন্য।