25-01-2021, 01:04 AM
(25-01-2021, 12:44 AM)raja05 Wrote: Acha chele hoie jonmechi bole ki sudhu taka kamano tai amader ekmatro dharmo ? amader ki nijerder kono feelings thakte pare na ? Titli ki sundor bhabe bole dilo j or bhoi hoche future r katha bhebe....adi ekdam thik koreche ok comfort zone e niye giye j time ele he will stand for her but my question is this why a man cant always go with his real emotions for that specific time
...why he has to think for future then act....sorry many might be offended but cant resist to write this
একটা প্রবাদ বাক্য আছে, "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না" ভাবাবেগে বয়ে গিয়ে অনেক মানুষ অনেক কিছুই করে ফেলে এবং পরবর্তী কালে সেই নিয়ে আক্ষেপ করে! আদিও কিন্তু এক সময়ে ভীষণ ভাবেই এইসব নিয়ে চিন্তা ভাবনা করেছিল এবং তিতলির কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল! কিন্তু কালচক্রের পাকে, সেই এক ব্যাচেই ওদের দেখা হয়, সময় ওদের আবার পরস্পরের সম্মুখে এনে দাঁড় করিয়ে দেয়! তবে এখানে আপনি যে প্রশ্ন করলেন সেটা অনেক জায়গায় খাটে না, অনেক পুরুষ ভবিষ্যতের কথা চিন্তা করে দেখে না! আদিও কি দ্বিতীয় বার সেই সুদুর ভবিষ্যতে কি হবে সেই নিয়ে পরিকল্পনা করে রেখেছে নাকি? সে নিজেও জানে না ওদের ভবিষ্যতে কি আছে! এক এক দিন করে এরা সুখের সাগরে ভেসে চলেছে, এটাই এখন ওদের কাজ! আর দ্বিতীয়ত, নারী সর্বদা একটু নরম হয়, তাদের রক্ষা করাই পুরুষের ধর্ম! সেটা আর্থিক সুরক্ষা বলুন আর মানসিক সুরক্ষা বলুন, পুরুষের সেটাই ধর্ম! আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পুরুষেরা নারীকে সেই মর্যাদা দিতে পারিনি! তাই অনেক ক্ষেত্রেই পুরুষ এখন অক্ষম! আর পুরুষের নিজের ভাবাবেগের কথা বলছেন? কয়জন পুরুষ নিজের আগে স্ত্রীর অথবা প্রেমিকার কথা ভাবে? খুব কম, সর্বদা তারা নিজেদের কথাই ভাবে! এখানেও সেই প্রবাদ বাক্য কাজ করে, "আপনি বাঁচলে বাপের নাম" !!!!!
Reps Added +1