24-01-2021, 10:51 PM
(24-01-2021, 10:39 PM)pinuram Wrote: আপনি আমার গল্প পড়েন, সত্যি জানতাম না! তবে হ্যাঁ, এই বর্তমান গল্পে আপনার বেশ কয়েকটা কমেন্ট অবশ্য দেখেছি!!!!!!
নিজের বাড়িতে বাগান চাষ করবো বলে অপরের বাগানে ঢুঁ মারা স্বভাব আছে আমার। তবে যখন দেখি অন্য একজনের বিশাল বাগান আর দামি দামি ফুলের গাছ লাগান আছে ওতে তখন মনে হয় নাহ এখানে থেকে আর কাজ নেই বরং নার্সারিতে গিয়ে সেরকম গাছ কিনে নিয়ে গিয়ে নিজের বাগানে লাগায়।
আমি আপনার পাঠক তবে মন্তব্য করার সুযোগ পায়না। মিস্টার ফ্যান্টাসটিকের গল্প ছোট বলে হয়তো পড়তে পারছি।
এই ক্ষুদ্র পাঠক আপনার কাছে ক্ষমা প্রার্থী।


!!!!!! ![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)