24-01-2021, 09:22 PM
(24-01-2021, 09:02 PM)Mr Fantastic Wrote: ঠিক বলেছ, কোনোটাই সেই অর্থে ভিন্ন স্বাদের নয়। সবই আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার বেড়াজাল, নর-নারীর সম্পর্কের জটিলতা ইত্যাদি নিয়ে লেখা। ভালো লাগে বাস্তবকেন্দ্রিক গল্প লিখতে, সাইন্স ফিকশনের গল্পটাতেও বাস্তবতার ছোঁয়া রাখার চেষ্টা করেছি । তবে প্রতিটা গল্পেই প্রেম-ভালোবাসার উপাদান থাকবেই, হয়তো প্রকারভেদ আলাদা।![]()
![]()
![]()
"এখানেও অনেকে হয়তো পড়েও বুঝছেনা বা বুঝেও একটা মতামত দেওয়া প্রয়োজন মনে করছেনা" -- হয়তো কিছু সময় পর তারা বুঝতে পারবে, যেমন আমরা ছোটবেলায় টিভিতে আর্ট ফিল্ম দেখলেই চ্যানেল পাল্টে দিতাম, অথচ এখন আর্ট ফিল্ম দেখবার জন্যই চ্যানেল পাল্টাই![]()
যতদূর বুঝেছি এখানে যারা আসে তাদের অনেকেই মেইন স্ট্রিম গল্প পড়ে না, তাই তাদের মধ্যে কোনো আগ্রহ নেই এই গল্পগুলো নিয়ে![]()
হ্যাঁ মুলত এই খানে একটা বিশেষ ধরনের বয়সের মানুষ দের আসা যাওয়া। অল্প বয়সের। আর তাছাড়া গসিপ এখন পাবলিক হয়ে গেছে, উপরি উপরি পড়া যায়। সেহেতু কেউ লগইন করে গল্পে কমেন্ট করবে সেটা ভাবা এবার থেকে বন্ধ করতে হবে। অতিথি পাঠকের সংখ্যা হু হু করে বাড়ছে।
আর আমার মনে হয়। পাঠকের মান ও এই নতুন গসিপে বেড়েছে। সেহেতু উদ্ভট নামের গল্প গুলো দিন দিন কমে আসছে। বুঝতেই পারছ আমি কোন ধরনের গল্পের কথা বলছি। আর কয়েকবছর আগে গসিপে নন এরটিক গল্প কেউ পড়তে পারবে সেটাও কেউ ভেবে ওঠেনি। সেটা তোমার মতো লেখকের দয়ায় সম্ভব। আর গসিপে কোথাও লেখা নেই যে মুখ্য ধারার গল্প এখানে লেখা যাবেনা। সুতরাং লিখে যাও পাঠক অবশ্যই পেয়ে যাবে।
