24-01-2021, 09:13 PM
(24-01-2021, 08:45 PM)Mr Fantastic Wrote: জুপিটার তুমি গল্পের গভীরে গিয়ে যেভাবে খুঁটিয়ে অনুভব করো, বিশ্লেষণ করো -এই ব্যাপারটা দারুন লাগে![]()
![]()
আসলে ভদ্র, সৎ, সহজ সরল মানুষের কোনো কদর নেই আজকের সমাজে। কিন্তু ওই যে বলে না, জহুরীতে রত্ন চেনে, তাই এদের জীবনে ভালোবাসা হয়ে আগমন ঘটে মিলির মতো ব্যক্তিত্বময়ি নারীদের, যাদের ছোঁয়ায় তথাকথিত গাধাদের সব সমস্যার মুস্কিল আসান হয়ে যায় !![]()
( কাছের এক বন্ধু ও তার প্রেমিকাকে দেখে এই গল্পের ভাবনা মাথায় আসে ) যতটা সম্ভব চেষ্টা করি সমাজের বিভিন্ন ধরনের মানসিকতার মানুষদের নিয়ে গল্প লিখতে, তাই নিজের চরিত্রের বাইরে পড়ে এমন ধরনের চরিত্র নিয়েও গল্প লিখি, যথেষ্ট বেগ পেতে হয় ওতেআর রবিবাসরীয়তে "নীল বিড়াল" গল্পটা পাঠিয়ে ছিলাম, ওটা নিজেরই ভালো লেগেছিল সবচেয়ে বেশি
![]()
হ্যাঁ ভগবান অনেক সময় মানুষকে মিলির মত কেউ একজনকে উপহার দিয়ে পরিপূরণ করে দেয়। আর এই ধরনের ঐকান্তিক গল্প লেখার জন্য তো বেগ পেতেই হবে। চাইলে একবার রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিই দেখে নিও। তবে এটা আনন্দবাজারে পাঠাতে পারো।