24-01-2021, 09:02 PM
(24-01-2021, 08:17 PM)Baban Wrote: অবশ্যই ছিল... কিন্তু ওই গল্পগুলোর মধ্যে বাস্তব জগতের রূপটা যতটা আর্টিস্টিক ভাবে ফুটিয়ে তুলেছিলে এটার মধ্যে সেই ব্যাপারটা আরো জটিল ভাবে ফুটিয়ে তুলেছো. সেই হিসেবে দেখতে গেলে কোনো গল্পই ভিন্ন স্বাদের নয় কারণ সব স্বাদের সাথেই ভালোবাসা জড়িত. আবার আরেকদিকে সব গল্পই ভিন্ন স্বাদের কারণ ভালোবাসা কে কিভাবে ফুটিয়ে তুলছো সেটাও তো দেখতে হবে. একদমই আলাদা... নতুন ভাবে.
আসলে কিরকম বলতো ব্যাপারটা? ওই ছোটবেলায় আর্ট ফিল্ম দেখে যেমন চ্যানেল পাল্টে দিতাম কারণ কিসুই বুঝতাম না... আর আজ যখন সেগুলোই দেখি মাস্টারপিস মনে হয়...এখানেও অনেকে হয়তো পড়েও বুঝছেনা বা বুঝেও একটা মতামত দেওয়া প্রয়োজন মনে করছেনা কিন্তু একদিন এই গল্প গুলো সকলের মন জয় করবে. ❤
ঠিক বলেছ, কোনোটাই সেই অর্থে ভিন্ন স্বাদের নয়। সবই আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার বেড়াজাল, নর-নারীর সম্পর্কের জটিলতা ইত্যাদি নিয়ে লেখা। ভালো লাগে বাস্তবকেন্দ্রিক গল্প লিখতে, সাইন্স ফিকশনের গল্পটাতেও বাস্তবতার ছোঁয়া রাখার চেষ্টা করেছি । তবে প্রতিটা গল্পেই প্রেম-ভালোবাসার উপাদান থাকবেই, হয়তো প্রকারভেদ আলাদা।



"এখানেও অনেকে হয়তো পড়েও বুঝছেনা বা বুঝেও একটা মতামত দেওয়া প্রয়োজন মনে করছেনা" -- হয়তো কিছু সময় পর তারা বুঝতে পারবে, যেমন আমরা ছোটবেলায় টিভিতে আর্ট ফিল্ম দেখলেই চ্যানেল পাল্টে দিতাম, অথচ এখন আর্ট ফিল্ম দেখবার জন্যই চ্যানেল পাল্টাই

যতদূর বুঝেছি এখানে যারা আসে তাদের অনেকেই মেইন স্ট্রিম গল্প পড়ে না, তাই তাদের মধ্যে কোনো আগ্রহ নেই এই গল্পগুলো নিয়ে
