24-01-2021, 08:48 PM
(This post was last modified: 24-01-2021, 09:38 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-01-2021, 01:33 PM)pinuram Wrote: পর্pagol kore dile
পারমিতার চোখে একটু নেশার ঘোর, বিয়ারের সাথে সিগারেটে বেশ কয়েকটা টান মেরে চোখের তারায় মত্ততা এঁকে নিয়েছে ততক্ষনে। মদির কন্ঠে আমাকে বলল, “জানো কত ছেলে ওর পেছনে পরে। ও নিজেই জানে না। কত ছেলে কলেজের সামনে দাঁড়িয়ে থাকত শুধু ওর দেখা পাওয়ার জন্য। কিন্তু ওই যে, সকালে গাড়িতে আসতো আর বিকেলে ট্যাক্সিতে উঠে চলে যেত তাই কারুর সাহস ছিল না ওর সাথে কথা বলার। তারপরে একদিন দেখলাম তুমি এলে, বাইকে তোমার পেছনে উঠে বসলো। আমাদের দিকে একটু হাত নাড়িয়ে চলে গেল। তোমাদের দেখে কি মনে হল জানো। সাত সমুদ্র তেরো নদী পার করে এক রাজপুত্র এসে তার রাজকন্যে নিয়ে চলে গেলো।” আমি ওর কথা শুনে মৃদু হাসি দিলাম। বিয়ারের গ্লাসে শেষ করে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে পারমিতা মদির নেশগ্রস্ত কণ্ঠে আবদার করল, “আমার সাথে একটু নাচবে?”
ওর গায়ের মদির গন্ধ আমাকে মাতাল করে দিল। কোমল উষ্ণ পরশে মাতন লাগলো আমার ধমনীতে। পারমিতার চোখের পাতা ইতিমধ্যে ঢুলুঢুলু হয়ে গেছে। কিন্তু বুকের মধ্যে শুধু মাত্র ওই অনন্যা সুন্দরীর ছবি আঁকা।
আমি পারমিতার কাঁধে হাত রেখে কাছে টেনে ওর কপালে একটা ছোট চুমু খেয়ে বললাম, “যাও ভেতরে যাও। দেখো তোমার জন্মদিনে ঘরের মধ্যে সবাই বসে। ওদের সাথে গিয়ে গল্প কর।”
কখন যে তিতলি আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল ছিল না। কাঁধে তিতলির নরম হাতের স্পর্শে ওর দিকে তাকিয়ে দেখলাম। তিতলি ভুরু কুঁচকে ঠোঁটে মুচকি হাসি নিয়ে পারমিতাকে জিজ্ঞেস করল, “কি রে কি হয়ছে?”
পারমিতা আমার বুকের ওপরে হাত রেখে তিতলিকে বলল, “হীরের ওপরে দাগ কাটতে চাইলেও দাগ কাটা সম্ভব নয় যতক্ষণ না অন্য একটা হীরা দিয়ে ওর ওপরে আঁচর কাটা হয়।”
তিতলি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। আমি ওর কোমর জড়িয়ে অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ওর চকচকে উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে রইলাম। তিতলি আমাকে ইশারায় নাচতে অনুরোধ করল।
আমি মাথা নাড়িয়ে বললাম, “আমি নাচতে জানি না সোনা।”
আমার মুখে “সোনা” ডাক শুনে তিতলি আমার সামনে দাঁড়িয়ে পড়ল, পেলব বাহু জোড়া আমার গলায় উঠে এলো। আমি ওর পাতলা কোমর নিজের বাহুবেষ্টনির আবর্তে বেঁধে নিলাম। টেনে ধরলাম তিতলির কমনীয় তীব্র আকর্ষণীয় দেহপল্লব। জামা ফুঁড়ে তিতলির পীনোন্নত স্তন যুগল আমার প্রসস্থ বুকের সাথে মিশে গেল। কালো চোখের তারায় নিজের ছবি দেখতে পেলাম আমি। আমি ওর পিঠের ওপরে বাঁ হাত দিয়ে তিতলির নধর লোভনীয় দেহবল্লরিকে আরো বেশি নিজের আলিঙ্গন পাশে বেঁধে নিলাম। গোলাপি ঠোঁট জোড়া অল্প মেলে ধরল আমার মুখের সামনে। পরস্পরের উষ্ণ শ্বাসের ঢেউ দুইজনার মুখমন্ডলে অবিরত বয়ে চলে। ধিমে গানের তালে তালে ওর দেহপল্লব দুলে উঠছে। আমি তিতলির ধিমে লয়ের দোলার তালে তাল মিলিয়ে একটু নড়ে চড়ে নাচতে চেষ্টা করলাম।
আমার প্রসস্থ ছাতির ওপরে নিটোল কুঁচযুগল পিষে ধরে মদির কন্ঠে জিজ্ঞেস করল, “কেমন লাগছে আদি?”
আমি ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকের ডগার সাথে নাকের ডগা মিলিয়ে দিয়ে ফিসফিস করে বললাম, “মারতে চাও নাকি আজকে?”
মৃদু মাথা নাড়ালো তিতলি, “না না, একা কেন মরবে, আমিও সাথে যাবো।”
আমি তিতলিকে জড়িয়ে ধরে কোমল রসালো গোলাপি ঠোঁটে একটা গভীর চুমু খেলাম। চুমু খেতেই মনে হল আমি হাওয়াতে ভাসছি। চারপাশে কিছু নেই, আমি আর আমার লজ্জাবতী প্রেয়সী এই জগতে নয় এক অন্য জগতে চলে গেছি। আমার চারপাশে পারমিতার বাড়ি নেই, বারান্দা নেই, কোলাহল, ব্যাস্ততা, দিনরাত কিছুই নেই। আমার চোখের সামনে শুধু আমার লজ্জাবতী লাস্যময়ী প্রেয়সী আর তার প্রেমের আলিঙ্গনে বেঁধে আমি তার প্রেমিক। দুই পেবল বাহু মেলে আমার গলা জড়িয়ে ধরল তিতলি। আমার মাথার পেছনে চুল আঁকড়ে মাথা বেঁকিয়ে ঠোঁটের ওপরে ঠোঁট চেপে ধরল। আমি তিতলির পাতলা কোমর জড়িয়ে কাছে টেনে নিলাম। শার্ট, ব্রা ভেদ করে তিতলির কোমল তুলতুলে স্তন জোড়া আমার বুকের ওপরে পিষে গেল। তিতলির সারা পিঠের ওপরে আমি হাত বুলাতে লাগলাম। মিষ্টি গোলাপি রসালো ঠোঁট দুটো যেন কমলালেবুর মিষ্টি কোয়া, ভীষণ নরম ভীষণ শিক্ত। আমার মুখের ভেতরে প্রেয়সীর মিষ্টি লালা ঢুকে গেল। তিতলির জিব আমার ঠোঁট জোড়া ফাঁক করে আমার জিব নিয়ে খেলা করতে শুরু করে দিল। তিতলির নরম জিবের স্পর্শে আমার শরীরে কামাগ্নি দাউদাউ করে জ্বলে উঠল। আমি প্রেয়সীকে আস্টেপিস্টে জড়িয়ে ধরে পাগলের মতন ঠোঁট জোড়া চিবাতে লাগলাম আর প্রসস্থ ছাতি দিয়ে তিতলির কোমল নিটোল পীনোন্নত স্তন জোড়া চেপে ধরলাম। রূপসী ললনা আমাকে পাগলের মতন চুমু খেতে লাগলো আর আমার জিব চুষতে লাগলো। দুইজনে ঠোঁটের রসে মুখ চিবুক ভিজে গেল। তীব্র প্রেমঘন চুম্বনে পারমিতার বাড়ির নিস্তব্দ বারান্দা চকাস চকাস শব্দে ভরে উঠল। সেই সাথে তিতলির মিহি “উম্মম...” আওয়াজ। তিতলি আমার জামা একহাতে খিমচে ধরল অন্য হাতে আমার মাথার চুল খিমচে ধরল। আমি তিতলির পিঠের ওপরে এক হাত দিয়ে ছিলাম অন্য হাত তিতলির কোমরে ছিল। দুইজনে চোখ বুজে পরস্পরের ঠোঁটের মধুর মধ্যে ডুব দিলাম। কতক্ষণ এইভাবে চুমু খেতে খেতে হারিয়ে গেছিলাম ঠিক খেয়াল নেই।
আমি অনেকক্ষণ পরে রূপসী প্রেয়সীর নরম মিষ্টি ঠোঁট ছেড়ে বললাম, “আই লাভ ইউ তিতলি...”
কিছু বলল না তিতলি, শুধু মাত্র আমার দিকে কাজল কালো প্রেমাগ্নি ভরা নয়নে তাকিয়ে আমার বুকের ওপরে মাথা গুঁজে পরে থাকল আরো বেশ কিছুক্ষন।
অনেকক্ষণ পরে আমি নিচু কণ্ঠে তিতলিকে জিজ্ঞেস করলাম, “বাড়ি যাবে না?”
বাহুপাশ ক্ষনিকের জন্যেও শিথিল না করেই বুকের ওপরেই মাথা নাড়িয়ে বলল ললনা, “না, এইভাবে আমাকে জড়িয়ে ধরে থাকো।”
আমি ওর দেহ থেকে বাহুপাশ আলগা করে নিতেই আরও বেশি করে আমাকে জড়িয়ে ধরল তিতলি। আমি ওর মুখ হাতের পাতায় আঁজলা করে ধরে নিজের দিকে তুলে ধরে বললাম, “রাত হচ্ছে, বাড়িতে চিন্তা করবে।”
ভাসা ভাসা চোখে আমার পানে চেয়ে উত্তর দিল তিতলি, “চলো না কোথাও চলে যাই আদি।”
আমি ওর নাকের ডগায় নাক ঘষে জিজ্ঞেস করলাম, “এমন করে কেন বলছ?”
বড় একটা শ্বাস ছেড়ে আমার বুকের ওপরে আছড়ে পরে বলল, “মাঝে মাঝে ভীষণ ভয় করে আদি।”
আমি ওর মাথা বুকের ওপরে চেপে ধরে বললাম, “সময় আসুক, তোমার বাবার সাথে কথা বলব।”
চুপ করে আরো বেশ কিছুক্ষন ওইভাবে আমাকে জড়িয়ে ধরে ছিল তিতলি। রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল বটে তবে সেটা সামলে নিয়েছিল তিতলি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)