24-01-2021, 08:45 PM
(24-01-2021, 08:11 PM)Jupiter10 Wrote:
চমৎকার গল্প। অসাধারণ লেখা। দিন দিন তোমার লেখার প্রেমে পড়ে যাচ্ছি ।আসলে নিশিকান্তের মতো মানুষকে লোক তাকিয়েও দেখে না। সমাজ মাড়িয়ে চলে যায় তাদেরকে। তাদের দৃষ্টিকোণ থেকে কেউ দেখতে চায়না। সত্যি সভ্য সমাজ সৎ মানুষকে গাধা,মেরুদণ্ডহীন প্রাণী বলে আখ্যা দেয়।
কিন্তু নিশিকান্তের মতো মানুষ যারা সব বিষয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করে। সব সময় পরবর্তী পরিণামের কথা মাথায় আসে ওদের সব সময়। ওরা নিজের বদলে অপরের দিকটা বেশি ভাবে ,তাদের কোন সম্মান নেই এই সমাজে।
খুব ভালো লাগে তোমার কলমে এই ধরনের মানুষের জীবন ধারা লেখা হয়।
আশাকরি আরও এমন ধরনের গল্প তুমি উপহার দেবে আমাদের।
ভাবতে অবাক লাগে এমন বিষয় নিয়ে লেখা গদ্য কাহিনীও "রবিবাসরীও" তে স্থান পায়না।
জুপিটার তুমি গল্পের গভীরে গিয়ে যেভাবে খুঁটিয়ে অনুভব করো, বিশ্লেষণ করো -এই ব্যাপারটা দারুন লাগে


আসলে ভদ্র, সৎ, সহজ সরল মানুষের কোনো কদর নেই আজকের সমাজে। কিন্তু ওই যে বলে না, জহুরীতে রত্ন চেনে, তাই এদের জীবনে ভালোবাসা হয়ে আগমন ঘটে মিলির মতো ব্যক্তিত্বময়ি নারীদের, যাদের ছোঁয়ায় তথাকথিত গাধাদের সব সমস্যার মুস্কিল আসান হয়ে যায় !

( কাছের এক বন্ধু ও তার প্রেমিকাকে দেখে এই গল্পের ভাবনা মাথায় আসে ) যতটা সম্ভব চেষ্টা করি সমাজের বিভিন্ন ধরনের মানসিকতার মানুষদের নিয়ে গল্প লিখতে, তাই নিজের চরিত্রের বাইরে পড়ে এমন ধরনের চরিত্র নিয়েও গল্প লিখি, যথেষ্ট বেগ পেতে হয় ওতে

