24-01-2021, 08:20 PM
(24-01-2021, 12:52 AM)pinuram Wrote: গল্পটা বোকা বোকা মনে হলেও একটা গভীর বার্তা বহন করে! এই দেশের আইন কানুন ব্যাবস্থার করুন চিত্র ভীষণ ভাবেই বহন করে! নিরীহ মানুষ, নিরীহ পশু সবাই এই জগতে পেশে, মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে না কখন, তবে তাদের হাত ধরতে মাঝে মধ্যে এই মিলিদের আগমন ঘটে! তোমার সব গল্পে একটা সামাজিক বার্তার সাথে সাথে কোথাও মিলি, কোথাও শিখা এদের দেখা পেয়েই বড় ভালো লাগে, আর সেটাই বড় কথা! দিনের শেষে সন্ধ্যে বেলায় সারাদিনের ক্লেদ ক্লান্তি এক নিমেষে এই মিলি আর শিখারাই পারে মিষ্টি হেসে মুছে দিতে! তখন মনে হয় আত্মহত্যা করা বড় পাপ! তবে এই মিলির পরেও যখন আরো একটা ছোট্ট নিমি (নিশিকান্তের - নি এবং মিলি - মি ) আসবে তখন জীবন আরও বদলে যাবে !!!!!!!
একদম ঠিক জায়গায় ধরেছ
আসলে আমি চেষ্টা করি গল্পে সবসময় একটা সামাজিক বার্তা তুলে ধরতে। প্রতিটা ছোটো গল্পেই এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। মিলি এখানে বলিষ্ঠ দৃঢ়চেতা এক নারী যে নিশিকান্তের বেরঙিন বেসুরো লাঞ্ছিত জীবনে দেবদূতীর মতো হয়ে আসে
আর শিখাকে আমি দেশমাতৃকার সঙ্গে তুলনা করেছিলাম, শিখা ভালো থাকলে দেশও ভালো থাকবে আর শিখার মন খারাপ, শরীর খারাপ হলে দেশেও তার প্রতিফলন হবে :) বিভিন্ন স্বাদের গল্প হলেও প্রেমের উপাদান প্রতিটা গল্প জুড়েই থাকবে :) প্রেমিক মানুষ তো, তাই ওটি ছাড়তে পারি না
আর নিশিকান্তের 'নি' এবং মিলির 'মি' মিলে নিমি নামটা খুব মিষ্টি, দারুন লাগলো


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)