24-01-2021, 08:17 PM
(24-01-2021, 07:57 PM)Mr Fantastic Wrote: হেঁ হেঁ হেঁ, চেনা ছকের বাইরে বিভিন্ন স্বাদের কিছু গল্প এই আস্তানায় পাওয়া যাবে বলেই তো ঠিকানার এই নাম![]()
![]()
! তবে আগের গল্প গুলো ভিন্ন স্বাদের ছিল না ?
![]()
অবশ্যই ছিল... কিন্তু ওই গল্পগুলোর মধ্যে বাস্তব জগতের রূপটা যতটা আর্টিস্টিক ভাবে ফুটিয়ে তুলেছিলে এটার মধ্যে সেই ব্যাপারটা আরো জটিল ভাবে ফুটিয়ে তুলেছো. সেই হিসেবে দেখতে গেলে কোনো গল্পই ভিন্ন স্বাদের নয় কারণ সব স্বাদের সাথেই ভালোবাসা জড়িত. আবার আরেকদিকে সব গল্পই ভিন্ন স্বাদের কারণ ভালোবাসা কে কিভাবে ফুটিয়ে তুলছো সেটাও তো দেখতে হবে. একদমই আলাদা... নতুন ভাবে.
আসলে কিরকম বলতো ব্যাপারটা? ওই ছোটবেলায় আর্ট ফিল্ম দেখে যেমন চ্যানেল পাল্টে দিতাম কারণ কিসুই বুঝতাম না... আর আজ যখন সেগুলোই দেখি মাস্টারপিস মনে হয়...এখানেও অনেকে হয়তো পড়েও বুঝছেনা বা বুঝেও একটা মতামত দেওয়া প্রয়োজন মনে করছেনা কিন্তু একদিন এই গল্প গুলো সকলের মন জয় করবে. ❤