24-01-2021, 08:11 PM
চমৎকার গল্প। অসাধারণ লেখা। দিন দিন তোমার লেখার প্রেমে পড়ে যাচ্ছি ।আসলে নিশিকান্তের মতো মানুষকে লোক তাকিয়েও দেখে না। সমাজ মাড়িয়ে চলে যায় তাদেরকে। তাদের দৃষ্টিকোণ থেকে কেউ দেখতে চায়না। সত্যি সভ্য সমাজ সৎ মানুষকে গাধা,মেরুদণ্ডহীন প্রাণী বলে আখ্যা দেয়।
কিন্তু নিশিকান্তের মতো মানুষ যারা সব বিষয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করে। সব সময় পরবর্তী পরিণামের কথা মাথায় আসে ওদের সব সময়। ওরা নিজের বদলে অপরের দিকটা বেশি ভাবে ,তাদের কোন সম্মান নেই এই সমাজে।
খুব ভালো লাগে তোমার কলমে এই ধরনের মানুষের জীবন ধারা লেখা হয়।
আশাকরি আরও এমন ধরনের গল্প তুমি উপহার দেবে আমাদের।
ভাবতে অবাক লাগে এমন বিষয় নিয়ে লেখা গদ্য কাহিনীও "রবিবাসরীও" তে স্থান পায়না।