23-01-2021, 11:08 PM
(23-01-2021, 01:31 PM)bourses Wrote: যে আনন্দ ফুলের বাসে,এমন উপহার শুধু তুমিই দিতে পারো। অপেক্ষা করে থাকি তোমার কমেন্টের জন্য। আশায় থাকি এই হয়তো স্পেসাল কিছু আসছে। কবিতা টা নোট করে রাখলাম। থ্যাংকস ভাই......
যে আনন্দ পাখির গানে,
যে আনন্দ অরুণ আলোয়,
যে আনন্দ শিশুর প্রাণে,
যে আনন্দ বাতাস বহে,
যে আনন্দ সাগরজলে,
যে আনন্দ তৃণের দলে,
যে আনন্দ আকাশ ভরা,
যে আনন্দ তারায় তারায়,
যে আনন্দ সকল সুখে,
যে আনন্দ রক্তধারায়,
যে আনন্দ মধুর হয়ে
তোমার প্রাণে পড়ুক ঝরি,
সে আনন্দ আলোর মত
থাকুক তব জীবন ভরি।
তোমাকে খুঁজে বেড়াই