23-01-2021, 11:05 PM
(This post was last modified: 23-01-2021, 11:09 PM by Rajdip123. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-01-2021, 11:41 AM)Nilpori Wrote: কতোটা বিভোর হতে পারে উদাস আঙুল,অসাধারন ওই ওপরের চারটে লাইন। কোনটা ভুল কোনটা ঠিক? যেটা তোমার জন্য ভুল, সেটা হয়তো আমার জন্য ঠিক, যেটা আমার জন্য ভুল সেটা হয়তো তোমার জন্য ঠিক। আবেগ বড় জিনিষ, মানুষ কে অনেক কিছু করিয়ে দেয়। তখন সেই মুহূর্তে সেটাই ঠিক মনে হয়। জানিনা লিখে চলেছি, কতটা ভালো কতটা পাতে দেওয়ার মতন না, সেটা তুমি বলতে পারবে নীলপরী।
সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল।
অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম,
সেই পরিচয়, তাকে নিঃসঙ্গতা বলি।
হয়তো কখন কখন বাস্তবতার দ্বান্দ্বিক সংঘাত পেড়িয়ে এক অনাবিল মোহাবিষ্ট আবেগের তীব্র বহিঃপ্রকাশ
এ জরিয়ে পড়ি আমরা।
না এর থেকে ইন্দ্রর মুক্তি পায়, না এর থেকে রিমি মুক্তি পায়।
yes the search is endless until it becomes a journey. May be relevant perspective behold the matter is to be or not to be.
Reputation added+1
তোমাকে খুঁজে বেড়াই