23-01-2021, 08:01 PM
(23-01-2021, 07:42 PM)ddey333 Wrote: পারিনা তোমার মতো টাটা সেন্টারে উঠে , যদিও সিয়ার্স টাওয়ার , ১০২ তলায় উঠে অসীম শুন্যতা দেখেছিলাম, শিকাগো , বুক ফেটে হাহাকার করে উঠেছিল সেই দিন ...
সে হয়তো আশেপাশেই কোথাও ছিল সেই মুহূর্তে , কিন্তু বুক চাপড়ে কেঁদেছিলাম সেই রাতে একা বিলাসববহুল হোটেল এর ঘরে
এই যে গলা ফাটিয়ে চেঁচিয়ে কেঁদে, কি লাভ দিল? অতীত তো ভুলতে পারবে না, অতীতের সেই দিন ফিরেও আসবে না! পথ বেঁকে গেছে অনেক আগেই!
সেই শপথের মালা খুলে
আমারে গেছ যে ভুলে
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।