Thread Rating:
  • 100 Vote(s) - 3.34 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সুপ্তির সন্ধানে
(22-01-2021, 02:15 PM)pinuram Wrote: পর্ব তিন (#6-#16)

 ধিরে ধিরে নেমে গেল আমার বাইক থেকে। আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে হাত পেতে বলল, “দাও...”

আমি কিছু না বুঝেই ওর হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খেতে গেলাম। সঙ্গে সঙ্গে আলতো চাঁটি মেরে বললে ললনা, “চাবি দাও।”

প্রশ্ন করলাম, “বাইকের চাবি?”

একটু রাগ একটু হাসি মিশ্রিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, “তুমি পাগল, বাড়ির চাবি দাও।”

আমি পড়লাম আকাশ থেকে, “কেন?”

কিঞ্চিত আদেশের সুরে বললে ললনা, “আমার বাড়ি তাই চাবি চাইছি।”
 
হেসে ফেললাম আমি, তিতলির কন্ঠস্বর অনেক বদলে গেছে, সেই কচি তিতলি আর নেই। আমার সামনে দাঁড়িয়ে এক সম্পূর্ণ নারী, সুন্দরী প্রজাপতি ডানা মেলে দিয়েছে। পকেট থেকে বাড়ির চাবি ওর হাতে ধরিয়ে দিলাম। বাইকের বাক্সে একটা অতিরিক্ত চাবি থাকে। ডান হাতের কোমল তর্জনী নিজের ঠোঁটের ওপরে রেখে আলতো চুমু খেয়ে আমার দিকে নাড়িয়ে গলি পর্যন্ত হেঁটে চলে গেল। আমি অবাক দৃষ্টি নিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। উচ্ছল তরঙ্গিণী নয়, শান্ত গঙ্গার মতন চলন ওর। গলির বাঁকে আধো আলো আঁধারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে সেদিন প্রথম বার হাত নাড়িয়ে হারিয়ে গেল গলির মধ্যে। সারা রাত শুধু ওর প্রথম প্রেমের চুম্বন বুকের মধ্যে এঁকে আর ঘুমাতে ইচ্ছে করল না।

অনবদ্য... প্রেমে বিহব্ল... প্রেমে মাতয়ারা... প্রেমের জোয়ারে ভেসে চলা দুটো প্রাণ... আর শেষ এই লাইনটা যেন সমস্ত ভালোবাসায় শেষ তুলির টানে রাঙিয়ে দিয়ে গেলো... আর কিছু বলবো না... বলার কথাও খুজে পাচ্ছি না আর... 


দিনভর রাতভর তোমার উদ্দেশ্যেই আমার এই ডাক,
গলা-চেরা, বুক-ছেঁড়া।
আসা না আসা তোমার খেয়ালের বৃত্তে ঘূর্ণ্যমান,
কোন পাখি যদি স্বপ্নঝিলিক,
আশার খড়কুটো আমার ঘরে না ঝরায়,
তবু ডেকে যাবো,
যতদিন না তুমি আমার মুখোমুখি এসে দাঁড়াও।

সে কবে তোমাকে দেখলাম;
তুমি এসে বসলে আমার পাশে,
সবুজ ঘাসে লুটিয়ে পড়েছে
তোমার ঘাস্ফুল-রঙ শাড়ির আঁচল,
তোমার হাসির ঢেউ,
আমার ভেতরে নৌকার দোলা,
তোমার খোলা চুল নিয়ে খেলছে হাওয়া,
স্বপ্ন ছাওয়া চোখ তুলে
কী যেন বললে তুমি,
কিছু শুনতে না পেয়ে
আমি তোমার সৌন্দর্যের ঘোরে ডুবুরী।
তোমার নরম হাত আমার মুঠোয়।
আমি কোনো গোলাপ কিংবা স্বর্ণচাঁপাকে স্পর্শ করিনি।
মনে হলো,
তোমার সকল কিছুই স্পর্শাতীত।

Heart Heart Heart
[+] 4 users Like bourses's post
Like Reply


Messages In This Thread
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 14-01-2021, 11:07 PM
RE: সুপ্তির সন্ধানে - by bourses - 23-01-2021, 12:30 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 12:55 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 07-02-2021, 01:06 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 02:00 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 08:42 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 08-02-2021, 08:45 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 09-02-2021, 12:15 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 09-02-2021, 08:38 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 10-02-2021, 01:32 AM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 12-02-2021, 12:03 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 14-02-2021, 02:45 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 18-02-2021, 05:02 PM
RE: সুপ্তির সন্ধানে - by TheLoneWolf - 24-02-2021, 05:46 PM



Users browsing this thread: 38 Guest(s)