23-01-2021, 01:07 AM
(23-01-2021, 12:36 AM)Mr Fantastic Wrote: থ্রেডের পাঠক সংখ্যা চার হাজারের ওপর, অথচ মন্তব্যকারী ছয় জন। বাকিরা নীরব কেন ? নীরব পাঠকদের গল্প পড়িয়ে তো তাহলে নিজের সময়ের অপব্যয় করছি। কেউ আগ্রহ প্রকাশ না করলে এই থ্রেডে গল্প লেখা থামিয়ে দেবো।
ফ্রিতে খেয়ে হাত মুছে পালিয়ে যাবার মতো লোকের অভাব নেই । স্টেজের উপর দাঁড়িয়ে একলা গাওয়া এক ব্যাপার । আর দর্শক ভর্তি অথচ নীরব নির্বিকার ভিড়ের মাঝে দাঁড়িয়ে গাওয়া আরেক ব্যাপার । তুমি শুধু নিজের জন্য লেখ । আমরা অন্তত পাশে আছি ।
