23-01-2021, 12:09 AM
(22-01-2021, 09:39 PM)Baban Wrote:ধন্যবাদ ❤ তোমার এতো ভালো লাগলো জেনে খুশি হলাম. আমি ছোট থেকেই কুকুর বিড়াল সবই ভালোবাসি. এদের আদর করে একটা আলাদা আনন্দ পাই. চার পায়ের কুকুরটা যখন নির্মল পবিত্র মনে আমায় দেখে লেজ নারায়, ছোট্ট বেড়ালটা যখন পায়ে পায়ে ঘোরে... সত্যি খুব ভালো লাগে.
আমরা ভালোবাসা না দিতে পারি... অন্তত একটু যেন খেতে দি এদের এটাই বলতে চাই. অনেককেই দেখেছি খাবার জলে ফেলে দিতে কিন্তু সামনে বসে থাকা কুকুরটাকে কিচ্ছু না দিতে আবার এমন মানুষও দেখেছি যারা ঘরের কুকুর আদর করে কিন্তু রাস্তার কুকুরকে অপমান..... প্লিস..... একটু ভালোবাসা আর খাওয়া চায় এরা. ভালোবাসতে না পারেন.... দয়া করে কিছু খেতে পারলে দেবেন.❤
অনেক জ্ঞানের কথা বলে ফেললাম... যাইহোক....
আর হ্যা..... 'ওনার' কেমন লাগলো? জানিও ❤
ঠিক বলেছো, বাড়ির পোষা কুকুরদের নিয়ে যত আদিখ্যেতা হয় রাস্তার দেশি কুকুররা তার ছিটেফোঁটাও পায় না। সবার উচিত নিজের সাধ্য মতো অভুক্ত বা অসুস্থ কুকুরদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। গল্প পড়ে এটাই আমার পুচ্চির বক্তব্য, আর সেই সাথে প্রশংসা তো করেইছে