22-01-2021, 10:39 PM
(22-01-2021, 03:58 PM)Baban Wrote: একদমই ঠিক ddey333দাদা ❤ হয়তো এটা জীবনের অন্যতম সেরা পাওয়া যা ওই ওপরওয়ালা উপহার দেয় মানুষকে.
বার বার মনের ভেতরে তখন শ্রেয়াদির ওই গানটা বাজে - এইতো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগেনা ❤
আজ সত্যি এটা ভেবে ভালো লাগে যার গল্প সেই তবে থেকে পড়ে আসছি, যখন কোনোদিন আমি ভাবিওনি নিজে লিখবো কখনো. শুধুই গুণমুগ্ধকর পাঠক ছিলাম. ভাবতাম কোনোদিন যদি লেখার মাধ্যমে কথা বলতে পারতাম এই লেখকের সাথে. আর এখন মনে হয় -আমার স্বপ্ন যে.....সত্যি হোলো আজ।
সেই মানুষটার গল্প আমি আজ শুধু পড়িই না... বরং সেও আমার গল্প পড়ে, মতামত দেয়, অনুপ্রেরণা দেয়, আড্ডা মারে, ইয়ার্কি মারে..... আমিও ইয়ার্কি মারি.. সাথে তার অসাধারণ সব গল্প, নতুন চরিত্রের সাথে পরিচয় হয়. তার গল্পের জন্য পোস্টার আঁকার সুযোগ পেয়েছি. উফফফফ.... পাগলা চুলকেনের মতো অবস্থা আজ. ধন্যবাদ ওই লেখক কে... যার নাম পিনুরাম.
আজ পিনুরাম থেকে পিনুদা হয়ে উঠেছো তুমি আমাদের কাছে. বাকি রাম তো সবার মনে রইলোই.
আর এবারে আসি আজকের আপডেটে - দুর্দান্ত... অসাধারণ... Dil chu liyaa ❤. আজকের আপডেট পড়ে এবারে পিনুদা নিশ্চই বুঝলে আমার আঁকা ওই মায়ের পোস্টারটা এই গল্পেও কতটা মানানসই. আমি জানি এই গল্পে সেইভাবে মা নেই.... কিন্তু মায়ের কি উপস্থিতি সবসময় দেখাতে হয়.... মা তো সবসময় বুকে থাকে. আর ওই অশ্রুভরা চোখ দেখে আজ বলতে ইচ্ছে করে -
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা
এই গান শোনার পরে কি আর বলি বলতে পারো! আসলে কি জানো, নির্বাক আমি! এই তোমার মতন, তারপরে বউরসেস, ফ্যান্টাস্টিক, ডিদে, ড্রিমপ্রিয়া এবং সাথে আরো অনেকে আছে, তারা যখন নিজেদের মতামত জানায় তখন মনে হয় এই মতামত গুলো নিয়েই একটা আলাদা থ্রেড খুলে বসি! সেইগুলো আমার গল্প ছাপিয়ে যায়
আর তখন নাচতে ইচ্ছে করে
! ধন্যবাদ জানাবো না, ভালোবাসা
রইল ! রেপুর ভাঁড়ার আজকের মতন শেষ তাই আর দিতে পারলাম না!!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)