22-01-2021, 10:27 PM
(This post was last modified: 22-01-2021, 10:27 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-01-2021, 02:58 PM)ddey333 Wrote: অসহ্য সুন্দর, বুকে ঝড় বয়ে গেলো ...
কে জানে কেন এরকম ... কেন এসব হয় ... দুটো মানুষ যারা এই কিছুদিন আগেও একে অপরকে চিনতো না জানতো না ...আজ হঠাৎ মনে হয় সেই কবের জন্ম জন্মান্তর থেকে আমাদের চেনা আর জানা , একটাই প্রাণ একটাই শরীর ...
" আদি আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আদি " .... শুধু বাঁচতে কেন আমরা কি মরতেও পারবো একে দুজনকে ছেড়ে ??
জানিনা কি লেখা আছে ওদের ভবিষ্যতে, নানারকম চিন্তা আশা আর দুরাশায় ,মনটা ভারাক্রান্ত হয়ে গেলো ....
আদি তোমার সামনে এখন প্রচুর লড়াই ... কিন্তু মনে রেখো ...জিততে তোমাকে হবেই !!
(22-01-2021, 03:09 PM)ddey333 Wrote: শুধু একজনের অনুরোধে , শুধু তারই জন্য লিখছো ...
কিন্তু views যে 126500 ছাড়িয়ে গেছে সেদিকে নজর আছে ?? গল্প তো এখনো মাঝপথেও পৌঁছায়নি !!
" শেষের পাতায় " শেষ হয়ে গেছে কিন্তু এখন অবধি 90400 আছে , তিতলির গল্প এই ফোরামের সব রেকর্ড ভাঙবে ... দেখতে পাচ্ছি স্পষ্ট !!
সত্যি বলতে এই ভিউয়ের দিকে বিশেষ নজর দেইনি আমি, যদিও যখনই লগইন করি তখন দেখি প্রচুর গেস্ট ইউজার পড়েই চলেছে! কিসের কি রেকর্ড ভাঙবে সেটা জানি না! তবে হ্যাঁ, তিতলি মনে হয় অনন্যা হয়েই উঠবে এইখানে! তিতলি অনন্যা ছিল, আছে থাকবে, তার জায়গা কি আর কেউ নিতে পারে নাকি? একদিকে যেমন আভি-পরীর গল্প, হয়ত কখন এই আদি-তিতলির গল্প লোকে করবে! দেসদিমনা, ঝিলাম, মনীদিপা, মধুছন্দা, অনুপমা, মহুয়া ইত্যাদি হয়ত অনেকের মনে থাকবে তবে মনের মধ্যে গেঁথে থাকার মতন শুধু মাত্র দুটো পাত্র পাত্রী, আমার তো সেটাই মনে হয়! আমি যেমন চোখ বুজলে চিতকুল দেখতে পাই আশা করি তুমি তেমন চোখ বুজলে বেথুন কলেজ হেদুয়া দেখতে পাও! অন্য কারুর না হোক, তিতলি কোন একজনের হৃদয়ের মধ্যেও যদি বাসা বাঁধতে পারে তাতেই আমি ধন্য !!!!!!!!
Reps Added +1