22-01-2021, 09:39 PM
(This post was last modified: 22-01-2021, 09:47 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-01-2021, 08:54 PM)Mr Fantastic Wrote: কি লিখলে বাবান ভাই, কাঁদিয়ে দিলে তো ! পড়তে পড়তে প্রথমে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে গেল, তারপর শেষে এসে পেলাম অনাবিল আনন্দ । আমার মনে হল এটা তো শুধু ভোলার গল্প নয়, এ হল এই পুঁজিবাদী স্বার্থলোভী সমাজের বুকে নিপীড়িত, শোষিত এক ছেলে, তার মা আর তার বোনের কঠিন বাস্তবের ছবি। তবে দুঃখ তো চিরকাল থাকে না, সময়ের কাঁটা ঘুরতে থাকে। সজ্জনের পাশে ভগবান সর্বদা থাকে, তাই ভোলা এক সুন্দর মানুষের বন্ধুত্ব পেল । তোমার মধ্যে একটা আগুনে প্রতিভা আছে, ছিন্তাভাবনার পরিধি দারুন । এই গল্পটার কদর এই ফোরামে অনেকেই দিতে পারবে না, ফেসবুকেও পোষ্ট করো। "গল্পগুচ্ছ" আর "বইপোকার কলম" নামে দুটো জনপ্রিয় ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোষ্ট করো, বা কোনো পত্রিকার সাথে যোগাযোগ করো।
( গল্পটা পুচ্চিকে পড়তে দিচ্ছি, সেও ভীষণ পশুপ্রেমিক )
ধন্যবাদ ❤ তোমার এতো ভালো লাগলো জেনে খুশি হলাম. আমি ছোট থেকেই কুকুর বিড়াল সবই ভালোবাসি. এদের আদর করে একটা আলাদা আনন্দ পাই. চার পায়ের কুকুরটা যখন নির্মল পবিত্র মনে আমায় দেখে লেজ নারায়, ছোট্ট বেড়ালটা যখন পায়ে পায়ে ঘোরে... সত্যি খুব ভালো লাগে.
আমরা ভালোবাসা না দিতে পারি... অন্তত একটু যেন খেতে দি এদের এটাই বলতে চাই. অনেককেই দেখেছি খাবার জলে ফেলে দিতে কিন্তু সামনে বসে থাকা কুকুরটাকে কিচ্ছু না দিতে আবার এমন মানুষও দেখেছি যারা ঘরের কুকুর আদর করে কিন্তু রাস্তার কুকুরকে অপমান..... প্লিস..... একটু ভালোবাসা আর খাওয়া চায় এরা. ভালোবাসতে না পারেন.... দয়া করে কিছু খেতে পারলে দেবেন.❤
অনেক জ্ঞানের কথা বলে ফেললাম... যাইহোক....
আর হ্যা..... 'ওনার' কেমন লাগলো? জানিও ❤