22-01-2021, 08:54 PM
কি লিখলে বাবান ভাই, কাঁদিয়ে দিলে তো ! পড়তে পড়তে প্রথমে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে গেল, তারপর শেষে এসে পেলাম অনাবিল আনন্দ । আমার মনে হল এটা তো শুধু ভোলার গল্প নয়, এ হল এই পুঁজিবাদী স্বার্থলোভী সমাজের বুকে নিপীড়িত, শোষিত এক ছেলে, তার মা আর তার বোনের কঠিন বাস্তবের ছবি। তবে দুঃখ তো চিরকাল থাকে না, সময়ের কাঁটা ঘুরতে থাকে। সজ্জনের পাশে ভগবান সর্বদা থাকে, তাই ভোলা এক সুন্দর মানুষের বন্ধুত্ব পেল । তোমার মধ্যে একটা আগুনে প্রতিভা আছে, ছিন্তাভাবনার পরিধি দারুন । এই গল্পটার কদর এই ফোরামে অনেকেই দিতে পারবে না, ফেসবুকেও পোষ্ট করো। "গল্পগুচ্ছ" আর "বইপোকার কলম" নামে দুটো জনপ্রিয় ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোষ্ট করো, বা কোনো পত্রিকার সাথে যোগাযোগ করো।
( গল্পটা পুচ্চিকে পড়তে দিচ্ছি, সেও ভীষণ পশুপ্রেমিক )
( গল্পটা পুচ্চিকে পড়তে দিচ্ছি, সেও ভীষণ পশুপ্রেমিক )