22-01-2021, 12:10 AM
(21-01-2021, 08:16 PM)Jupiter10 Wrote: গির্জার ঘণ্টা পারমিতার কণ্ঠ স্বর হয়ে যে কথা গুলো বলল সত্যিই সেগুল পড়ে চোখের কোনে জল চলে এলো। সত্যিই যাদের জীবনে এই পরিনতি ঘটে কেবল মাত্র তারাই এর অনুভূতি বুঝতে পারে। পৃথিবীর এমন নিয়ম কেন জানিনা। প্রেমের শেষ পরিনতি বিরহ হয়। অথবা পারমিতার বরের মতো কত নিষ্ঠুর লোক থাকে যারা বড় পয়সার অহঙ্কারে অপরের ভালোবাসা ছিনিয়ে নেয়।
তোমাকে সেলাম। এই সীমিত শব্দের মাধ্যমে দুজন মানুষের বেদনার কথা জানিয়েছ। বয়স যাই হোক প্রথম প্রেম কে ভোলা যায়না। তার শরীরের কুমারিত্ব অন্য কেউ হনন করলেও সুপ্ত ভালোবাসা সারা জীবন থেকে যায়।
নায়কের বয়স চৌত্রিশ বছর বলছ। আমি ভাবি একসময় কেউ যখন বৃদ্ধ হয়ে মারা যাবে তখন তাদের দুজনের মধ্যে কোন একজনের প্রতিক্রিয়া কি হবে?
অনেকেই জীবনের এই নির্মম ন্যায় কে মেনে নিয়ে এগিয়ে চলে। আবার অনেকেই গির্জায় ওই ডাকের মতো নিজের প্রেমিকা কে ভেবে জীবন পার করে দেয়।
অশেষ ধন্যবাদ মিস্টার ফ্যান্টাস্টিক। এই রকম কঠোর সত্য কে গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য। আমার পড়া তোমার লেখার মধ্যে এটা সেরা।
যদিও শুরুর সময় মনে হয়েছিল দিন দিন উঠতি নায়িকাদের কাপড়ের মতো তোমার গল্পও ছোট হয়ে আসছে।
গল্পটা পড়ে তুমি অনুভূতি গুলো নিজে অনুভব করতে পারছো দেখে ধন্য হলাম






